বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য নিয়ে এসেছে নতুন প্রকল্প। এই প্রকল্পের (Scheme) অধীনে মাসে মাসে মিলবে ৩০০০ টাকা। E Shram Card হোল্ডাররা প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের তরফে পেয়ে যাবেন এই আর্থিক সাহায্য। কীভাবে করবেন E Shram Card ? কারা আবেদনের যোগ্য?
E Shram Card সংক্রান্ত বিস্তারিত জেনে নেব আজকের প্রতিবেদনে।
ই শ্রম কার্ডের বৈশিষ্ট্য: মূলত অসংগঠিত শ্রমিকদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার চালু করে এই প্রকল্প। ই শ্রম কার্ড হোল্ডারের বয়স ৬০ বছর পূর্ণ হলে প্রতি মাসে পাবেন ৩০০০ টাকার পেনশন। দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের মৃত্যু হলে পরিবার ২ লক্ষ ও আংশিক অঙ্গহানির ক্ষেত্রে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রকল্পের আওতায়। এছাড়াও গর্ভবতী মহিলাদের দেওয়া হয়ে থাকে আর্থিক সহায়তা।
ই-শ্রম কার্ডের যোগ্যতা:
✓ অসংগঠিত শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
✓ আয়কর প্রদানকারী বা EPFO ও ESIC হোল্ডাররা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
✓ ১৬ থেকে ৫৯ বছর বয়সীরা ই-শ্রম কার্ডের জন্য আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ৭৫০০! সরকারি কর্মীদের জন্য দারুণ খবর! DA নিয়ে বিরাট আপডেট
প্রয়োজনীয় নথি : এই প্রকল্পে আবেদন জানাতে প্রায়োজন হবে আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ও আধার লিঙ্কড মোবাইল নম্বর।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে হবে E Shram Card-এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে ক্লিক করতে হবে ‘নতুন রেজিস্ট্রেশন’ বাটনে। তারপর আধার লিঙ্কড মোবাইল নম্বর ইনপুট করে প্রদান করতে হবে OTP। এরপর যথাযথভাবে আবেদন পত্র পূরণ করে সাবমিট করতে হবে।