বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন ধরেই অপেক্ষা করে চলেছিল দেশের বহু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর অবশেষে এবার এলো সুখবর। আপনিও যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে পয়লা জুলাই থেকে আপনার জন্য রইলো একটি খুশির খবর। বৃদ্ধি পেতে পারে আপনার বেতন! দেখে নিন কেন্দ্র সরকারের প্রকাশিত নতুন নির্দেশিকা।
দেশে লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এদিন খুশির খবর শোনালে কেন্দ্র সরকার। সূত্রের খবর, আগামী পয়লা জুলাই থেকে বৃদ্ধি পেতে চলেছে সকলের বেতন। কত পরিমান বেতন বৃদ্ধি পেতে চলেছে, তার একটা পরিসংখ্যান দেখে নেওয়া যাক।
এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীরা 34 শতাংশ হারে ডিএ পেতেন। তবে এবার থেকে সেই মাত্রা বেড়ে হবে 38 শতাংশ। অর্থাৎ জুলাই থেকে আপনি অতিরিক্ত 4% ডিএ পেতে চলেছেন।
এক্ষেত্রে সর্বোচ্চ বেতনের হিসাব খতিয়ে দেখা যাক। আপনার বেতন যদি মাসিক 56900 টাকা ধরা হয়, তবে এতদিন পর্যন্ত 34 শতাংশ হারে আপনার প্রাপ্ত ডিএ-র পরিমাণ ছিল 19346 টাকা। তবে পয়লা জুলাই থেকে সংশোধিত নিয়ম অনুসারে আপনি পেতে চলেছেন 38 শতাংশ হারে 21622 টাকা অর্থাৎ এক্ষেত্রে প্রতি মাসে বৃদ্ধিপ্রাপ্ত ডিএ-র পরিমাণ হবে 2276 টাকা। বছরে সেই পরিমাণ পৌঁছাবে 27312 টাকা।
অপরদিকে নুন্যতম মাসিক বেতনের পরিসংখ্যান দেখা যাক। ধরে নেওয়া যাক, আপনার বেতন প্রতি মাসে 18000 টাকা। এক্ষেত্রে আপনি বর্তমানে 34 শতাংশ হারে 6120 টাকা ডিএ পান। তবে জুলাই মাস থেকে এর পরিমাণ হতে চলেছে 38 শতাংশ হারে 6840 টাকা অর্থাৎ মাসিক বৃদ্ধিপ্রাপ্ত ডিএ-র পরিমাণ 720 টাকা এবং বছরে এটি হতে চলেছে 8640 টাকা।