বাংলা হান্ট ডেস্কঃ পয়লা বৈশাখের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা হয়েছে। মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা (Central Government)। ফের এক দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে ২ শতাংশ।
সরকারি কর্মীরা কতটা লাভবান হবেন? Government Employees
জানিয়ে রাখি এবারে যে ২% হারে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কিন্তু গত ৭ বছরে সবচেয়ে কম। যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর ৫৩% থেকে বৃদ্ধি পেয়ে ৫৫% হল। গত ১ জানুয়ারি ২০২৫ থেকে এই বর্ধিত হাড় কার্যকর হবে বলে জানা গিয়েছে। DA বৃদ্ধির পর আদতে কত টাকা করে তারা পাবেন। জানুন হিসেব।
ধরা যাক কোনো সরকারি কর্মীর বেসিক স্যালারি ১৯ হাজার টাকা। তাদের ক্ষেত্রে ডিএ ২ শতাংশ করে বাড়লে মাসে ৩৮০ টাকা মাসে বাড়বে। অর্থাৎ বছরে হচ্ছে ৪ হাজার ৫৬০ টাকা। অর্থাৎ ডিএ বৃদ্ধির ফলে সাড়ে চার হাজার টাকা করে তারা অতিরিক্ত পাবেন।
আরও পড়ুন: ‘উনি তো মিথ্যে কথাই বলেন… ওনার কথায় গুরুত্ব দিই না’! মমতাকে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ
একইভাবে যদি কোনো পেনশনভোগীর বেসিক পেনশন ৮ হাজার টাকা হয় তাহলে তারা মাসে ১৬০ টাকা করে বেশি পাবেন। ফলে বছরে মোট হল ১৯২০ টাকা। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে। নয়া পে কমিশন এলে বিরাট বাড়বে সরকারি কর্মীদের বেতন সহ অন্যান্য ভাতা।
আরও পড়ুন: ১২টার পর থেকেই খেলা শুরু! আমূল বদলে যাবে আবহাওয়া, ৪ জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি
অষ্টম বেতন কমিশনের ফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য মোটা টাকা বেতন বাড়তে চলেছে। অষ্টম বেতন বৃদ্ধি নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। একাধিক রিপোর্টে বলা হচ্ছে, অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর কমপক্ষে ২.৫৭ হওয়া উচিত। আবার অনুমান করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ থেকে ২.০৮ বা ২.৮৬ পর্যন্ত হয়ে যেতে পারে।