অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভালো খবরের পাশাপাশি আসবে খারাপ খবরও!

Published on:

Published on:

government employees central

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ভালো খবর আসতে চলেছে। ২০২৬-র জানুয়ারি থেকে লাগু হচ্ছে অষ্টম বেতন কমিশন। জানুয়ারী ২০২৬ থেকে অষ্টম বেতন কমিশন বাস্তবায়ন হবে বলে মনে করা হচ্ছে। অষ্টম পে কমিশন নিয়ে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রক, কর্মী ও প্রশিক্ষণ দফতর এবং রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই। নয়া পে কমিশনের প্রায় ৪৯ লক্ষ সরকারি কর্মচারী এবং প্রায় ৬৮ লক্ষ পেনসনভোগী উপকৃত হবেন।

অষ্টম পে কমিশনে কি কি পরিবর্তন হবে? Government Employees

নয়া পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেসিক পে ‘রিভাইজড’ হবে। ভাতাও বাড়বে বিপুল পরিমাণে। তবে এই ভাতার বিষয়ে সরকারি কর্মচারীদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। নয়া পে কমিশন এলে কি সমস্ত ভাতা আগের মতোই থাকছে? না কি, সেসবেও বদল আসবে? উল্লেখ্য, সপ্তম পে কমিশন লাগু হওয়ার সময়ও বেশ কিছু রকমের ভাতা কাটছাঁট করা হয়েছিল। এবারেও কি তাহলে সেই পথেই হাঁটবে সরকার?

২০১৬ সালে সপ্তম পে কমিশন লাগু হয়েছিল। সেই সময় পূর্বের ১৯৬টি বিভিন্ন ভাতা নিয়ে রিভিউ হয়েছিল। এবং ৫২টি ভাতা তুলে দেওয়া হয়েছিল। একইসাথে ৩৬টি ভাতা অন্য ভাতার সঙ্গে ‘মার্জ’ অর্থাৎ যুক্ত করে দেওয়া হয়েছিল। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনেও এমন সিদ্ধান্ত নেওয়া পারে।

বিশেষজ্ঞদের মতে, স্বচ্ছতা বজায় রাখতে এবার বেশ কিছু ভাতা তুলে দেওয়া হতে পারে। মূলত নজর রাখা হতে পারে বেসিক স্যালারি, এবং মহার্ঘ ভাতার উপর। বেসিক পে উন্নত করা, এবং যথাযথ ডিএ প্রদান করা। সরকারি কর্মীদের মূল বেতন কতটা বৃদ্ধি পাবে তা ঠিক করবে এই ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। উল্লেখ্য, সপ্তম বেতন কমিশনের সময় ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল।

এবার অর্থাৎ অষ্টম পে কমিশনে তা ১.৯২ থেকে ২.৮৬-এর মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা ধার্য রয়েছে। অষ্টম পে কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ২.০ স্থির হলে সংশোধিত মূল বেতন ৩৬,০০০ টাকা (১৮,০০০ টাকা X ২.০) হতে পারে বৃদ্ধি পেয়ে।

government employees

আরও পড়ুন: সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের লটারি! পরপর টানা ছুটি, কবে কবে মিলবে? দেখে নিন লিস্ট

অষ্টম পে কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ ১.৯২ নির্ধারিত হলে ১,৯০০ গ্রেড পে-র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতি মাসের মূল বেতন ৫৪ হাজার ৫২৮ টাকায় পৌঁছবে। এর সাথে যোগ হবে একাধিক ভাতা।এইচআরএ এবং টিএ বাবদ ১৩ হাজার ৮৬ টাকা এবং ৩,৬০০ টাকা যোগ হবে। যার ফলে বেতন পৌঁছে যাবে ৭১ হাজার ২১৫ টাকায়। এর থেকে এনপিএস এবং সিজিএইচএস বাবদ ৫,৪৫৩ টাকা ও ২৫০ টাকা বাদ গেলে বেতন দাঁড়াবে ৬৫ হাজার ৫১২ টাকা। এই ভাবে অষ্টম বেতন কমিশনে কর্মীদের সর্বোচ্চ মাসিক বেতন প্রায় তিন লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে।