বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এরপর থেকেই নয়া পে কমিশন (8th Pay Commission) নিয়ে নানান চর্চা চলছে। সরকারি কর্মীদের বেতন, পেনশনভোগীদের পেনশন কতখানি বাড়তে পারে, এই নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। এই আবহে সামনে আসছে বড় খবর!
সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!
কেন্দ্রীয় সরকারি কর্মীরা নিজেদের চাকরিজীবনে একাধিক সুবিধা পান। ডিএ থেকে শুরু করে স্বাস্থ্যস্কিম সহ বেশ কিছু সুবিধা পান তাঁরা। কেন্দ্রীয় সরকারি কর্মী ও তাঁদের পরিবারকে স্বল্পমূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে সিজিএইচএস তথা সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম চালু করা হয়েছিল। এর অধীন রোগ নির্ণয়ের পরীক্ষানিরীক্ষা, ওষুধ, চিকিৎসা, সব কিছু কম খরচে পাওয়া যায়। তবে এবার এই স্কিম নিয়েই সামনে আসছে নয়া আপডেট।
জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে বদল আসতে পারে। আসলে এই স্বাস্থ্যপরিষেবা এখনও অবধি দেশের প্রত্যেকটি শহর অথবা এলাকায় পৌঁছয়নি। সেই কারণে বহু সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগী এর সুবিধা সেভাবে পান না বলে খবর। তাই বিগত একাধিক বেতন কমিশনে একটি নয়া, বাস্তবসম্মত ও ব্যাপক স্বাস্থ্য বিমা প্রকল্প শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশন ও সপ্তম বেতন কমিশনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রস্তাব ছিল। যদিও তা শেষ অবধি কার্যকর হয়নি।
আরও পড়ুনঃ রাজ্যের আপত্তিতে আমল নয়! শুভেন্দুকে অনুমতি হাইকোর্টের
এখন অষ্টম বেতন কমিশন চালু হওয়ার আগে শোনা যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমে (Central Government Health Scheme) বদল আনা হতে পারে। রিপোর্ট বলছে, এই কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই স্বাস্থ্য প্রকল্পকে একটি নয়া বিমাভিত্তিক প্রকল্প দিয়ে প্রতিস্থাপন করা হতে পারে। এই নয়া প্রকল্পের নাম রাখা হতে পারে, CGEPHIS (কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী স্বাস্থ্য বিমা প্রকল্প)। এটি আইআরডিএআই-এ নিবন্ধিত বিমা সংস্থাগুলির মাধ্যমে বাস্তবায়িত করা হতে পারে। এই বিষয়ে কানাঘুষো শোনা গেলেও, এখনও অবধি সরকারের তরফ থেকে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সম্প্রতি ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন। গত মার্চ মাসেই ২% হারে মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র। এবার থেকে তাঁরা ৫৫% হারে ডিএ পাবেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার অষ্টম বেতন কমিশনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত প্রকল্পে বদল আসতে পারে বলে শোনা যাচ্ছে। আপাতত অফিশিয়াল ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।