হু হু করে বাড়বে আয়! অষ্টম বেতন কমিশন নিয়ে নয়া আপডেট, সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!

বাংলা হান্ট ডেস্কঃ সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকেই মোটামুটি পুজোর মরসুম শুরু হয়ে যায়। গণেশ চতুর্থী, দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, জগদ্ধাত্রী পুজো। মাঝে আবার রয়েছে লক্ষ্মী পুজো, ভাইফোঁটার মতো উৎসব। এই আবহে এবার বড়সড় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। ডিএ থেকে অষ্টম বেতন কমিশন, শীঘ্রই হতে পারে একাধিক ঘোষণা।

  • কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) কী কী সুখবর পেতে পারেন?

গত সপ্তাহেই ইউনিফায়েড পেনশন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। পুরনো পেনশন স্কিম এবং ন্যাশানাল পেনশন স্কিমের একটা সামঞ্জস্য চোখে পড়েছে ইউপিএসে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর এই ঘোষণা করা হয়। ন্যাশানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনের তরফ থেকে ইউনিফায়েড পেনশন স্কিমের ঘোষণা সম্বন্ধে ইতিবাচক প্রতিক্রিয়া মিলেছে। সেই সঙ্গেই শিরোনামে উঠে এসেছে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) সংক্রান্ত আলোচনা।

  • নয়া বেতন কমিশন নিয়ে বড় আপডেট!

২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। ২০১৬ সালের ১ জানুয়ারি এর সুপারিশগুলি বাস্তবায়িত করা হয়। যদিও সেই সময় ২৬,০০০ টাকার বদলে মাসিক নূন্যতম বেতন ১৮,০০০ টাকা স্থির করা হয়। এরপর দেখতে দেখতে এক দশক অতিক্রান্ত। গত বেশ কিছুটা সময় থেকেই নয়া বেতন কমিশনের দাবি জানাচ্ছেন সরকারি কর্মীদের (Government Emplyees) একাংশ।

আরও পড়ুনঃ আরজি কর কাণ্ডে নয়া মোড়! লাল জামা পরা রহস্যময় ব্যক্তি কে? নাম-পরিচয় ফাঁস হতেই তোলপাড়!

এই আবহে এবার ন্যাশানাল ফেডারেশন অফ ইন্ডিয়ান রেলওয়েমেনের (NFIR) তরফ থেকে অষ্টম বেতন কমিশনের জন্য আবেদন করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিক, এই আর্জি জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। কর্মীদের যথাযথ বেতন সমন্বয় নির্ধারণ করাই তাদের মুখ্য উদ্দেশ্য। তাই অনুমান করা হচ্ছে, শীঘ্রই অষ্টম বেতন কমিশন সম্বন্ধে ঘোষণা করা হতে পারে।

Central Government employees

এদিকে যদি নতুন পেনশন স্কিমের (Unified Pension Scheme) কথা বলা হলে, এই স্কিম অনুসারে, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবেন। অ্যাসিওরড ফ্যামিলি পেনশনের আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবে।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছে, এই নতুন পেনশন স্কিমের ফলে ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Employees) উপকৃত হবেন। সেই সঙ্গেই এক স্কিমের অধীন, নূন্যতম ১০ বছর চাকরি করলে অ্যাসিওরড মিনিমাম পেনশন অনুসারে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা পেনশন হিসেবে পাওয়া যাবে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এই নতুন স্কিম কার্যকর হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর