বাংলা হান্ট ডেস্কঃ সরকারি চাকরির একাধিক সুবিধা রয়েছে। মাসিক বেতনের পাশাপাশি বেশ কিছু ভাতা পান সরকারি কর্মীরা (Government Employees)। সদ্য যেমন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২% হারে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। এবার থেকে ৫৫% হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার সামনে আসছে নয়া খবর! ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে চর্চা।
সরকারি কর্মীদের (Government Employees) জন্য জোর ধাক্কা!
২০২৫ সালের শুরুতেই অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র। এরপর থেকেই সরকারি কর্মীদের বেতন, পেনশন কতখানি বাড়বে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে। এবার এই নিয়ে সামনে আসছে বড় আপডেট। এই খবর কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের মন ভেঙে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার (Central Government) অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়ার পর থেকেই অনেকে বেতন বৃদ্ধির আশায় দিন গুনছেন। তবে এবার সেই অপেক্ষা আরও খানিকটা দীর্ঘ হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নয়া বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আরও খানিকটা সময় লাগতে পারে।
আরও পড়ুনঃ ‘মহরমে অস্ত্র নিয়ে মিছিল হলে রামনবমীতে কেন নয়?’ এবার বড় প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ
সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশনের মেয়াদ শুরু হবে। তবে সংশোধিত বেতন এবং পেনশন ২০২৭ সালের শুরু থেকে কার্যকর করা হবে। তবে নয়া বেতন কাঠামো লাগু হলে বকেয়া ১২ মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে খবর।
নয়া বেতন প্যানেল গঠনের সঙ্গে সম্পর্কিত একটি সরকারি সূত্রের কথায়, নয়া কমিটি ১৫-১৮ মাসের মধ্যে নিজেদের সুপারিশ প্রস্তুত করবে বলে মনে করা হচ্ছে। কমিটির তরফ থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়ার আগে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়া হতে পারে। এরপর ২০২৬ সালের শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে পারে বলে খবর। ফলে সব মিলিয়ে নয়া বেতন কাঠামো কার্যকর হতে হতে ২০২৭ সালের প্রথম দিক হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সম্প্রতি ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন। এতদিন তাঁরা ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, তবে এবার থেকে ৫৫% হারে ডিএ পাবেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার অষ্টম বেতন কমিশন নিয়ে সামনে এল বড় আপডেট।