DA নয়, সরকারি কর্মীদের জন্য আরও বড় সুখবর! এই ৩ এক্সপ্রেস ট্রেনে এবার মিলবে বিরাট সুবিধা

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি মাস চলছে। আর ফের একবার মহার্ঘ ভাতার আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা (Government Employees)। ফের এক দফায় তাদের ডিএ বৃদ্ধি পাবে। রিপোর্ট বলছে এবারেও ৩% ডিএ বাড়তে পারে তাদের। এরই মধ্যে আরও এক সুখবর কেন্দ্রের কর্মীদের জন্য। এবার
‘লিভ ট্রাভেল কনসেশন’-র (এলটিসি) আওতায় আসছে বন্দে ভারত (Vande Bharat Express), তেজস এবং হামসফর এক্সপ্রেসের মত ট্রেন।

সরকারি কর্মীদের বহু দিনের আশা পূরণ-Government Employees

সম্প্রতি কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের তরফে জানানো হয়েছে, এবার থেকে এলটিসির আওতায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দেশের প্রিমিয়াম ট্রেনে যাতায়াত করবেন, তারা সেই টিকিটের অর্থ (রিইম্বার্সমেন্ট) আবার ফেরত পেয়ে যাবেন। ডিএ বৃদ্ধির আগেই নয়া সুখবরে খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।

এই বিষয়ে কেন্দ্রীয় কর্মিবর্গ দফতরের তরফে আরও জানা হয়েছে, সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রিমিয়াম ট্রেনকে এলটিসির (LTC) আওতায় নিয়ে আসার আবেদন করা হচ্ছিল। এরপরই অর্থ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে রাজধানী, শতাব্দী এবং দুরন্তের মত তেজস, বন্দে ভারত এবং হামসফর এক্সপ্রেসকেও এলটিসির আওতায় আনা হবে।

এখানে জানিয়ে রাখি, চার বছরের সময়সীমার মধ্যে নিজের বাড়ির শহর বা দেশের যে কোনও শহরে যাতাযাতের জন্য সরকারি কর্মচারীরা যে ছাড় দেওয়া হয় তাই ‘লিভ ট্রাভেল কনসেশন’ বা এলটিসি। এদিকে ডিএ নিয়েও সুখবর আসতে চলেছে শীঘ্রই। বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। এবারে ডিএ বেড়ে ৫৬ শতাংশ হতে পারে।

govt employees 2

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে চলছে DA মামলা! এরই মাঝে যা করলেন সরকারি কর্মীরা, চরম বিপাকে সরকার

একাধিক রিপোর্ট অনুযায়ী, গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে ১৪৪.৫ তে পৌঁছেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য সামনে এসেছে। শ্রম মন্ত্রকের প্রকাশিত এই সংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বরে এআইসিপিআই অপরিবর্তিতই থেকেছে, অর্থাৎ, ১৪৪.৫। অর্থাৎ ডিএ বেড়ে ৫৫.৫৪ শতাংশ হওয়া উচিত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর