বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই ডিএ বৃদ্ধি নিয়ে একের পর এক আপডেট সামনে আসছে। শোনা যাচ্ছে, পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। এখনও অবধি এই নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি। তবে জল্পনা কল্পনা অব্যাহত। এমতাবস্থায় একটি বড় নিয়ম পরিবর্তনের কথা ঘোষণা করা হল। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) সুবিধা আরও বাড়ল।
পুজোর আগেই জারি নয়া বিজ্ঞপ্তি (Government Employees)
সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে হেলথ স্কিমের (সিজিএইচএস) নিয়ম বদল করা হয়েছে। এই কার্ডধারীরা যাতে আরও সহজে সুবিধা পান, সেই কারণে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বলে খবর। এবার সরকারি হাসপাতাল ও সিজিএইচএস-এর (CGHS) অধীন নথিভুক্ত বেসরকারি হাসপাতালে রোগী রেফারের প্রক্রিয়া ও চিকিৎসার প্রক্রিয়াকে আরও সহজ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, জুন মাসের ২৮ তারিখ জারি করা নির্দেশিকার প্রেক্ষিতে বেশ কিছু প্রশ্ন এসেছে (Government Employees)। নানান বিষয়ে জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এমতাবস্থায় একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিওর’ বানানো হয়েছে।
আরও পড়ুনঃ ভুয়ো শংসাপত্র দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ! বিহারের দুই পরীক্ষার্থীকে মারধর রাজ্যে, তুমুল শোরগোল
বলা হয়েছে, এমারজেন্সির ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংগঠনগুলির কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের (Health Scheme) থেকে রেফারের ছাড়পত্রের দরকার হবে না। যেখানে রোগী চিকিৎসা চলছে, সেখানকার বিশেষজ্ঞের থেকে জরুরি এমারজেন্সি সার্টিফিকেট নিয়ে আসলেই হবে। তাহলেই উপভোক্তারা নগদবিহীন ট্রিটমেন্টের সুবিধা পাবেন।
এখানেই শেষ নয়! ৭০-এর বেশি বয়সি উপভোক্তাদের সিজিএইচএসে নথিভুক্ত হাসপাতালে বিশেষজ্ঞের পরামর্শ নিতে কোনও রেফারালের দরকার হবে না। তালিকাভুক্ত যে কোনও প্রক্রিয়ার জন্য রেফারের কোনও বিষয় থাকবে না। তবে যে যে বিষয় তালিকায় নেই, সেগুলির জন্য সিজিএইচএস কর্তৃপক্ষের থেকে আগে থেকে অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য স্কিমের যে সকল উপভোক্তার পোস্ট-অর্গান ট্রান্সপ্ল্যান্ট, পোস্ট-কার্ডিয়াক সার্জারি, ক্যানসার, পোস্ট নিউরোসার্জারি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এন্ড-স্টেজ রেনাল ও অটো-ইমিউন ডিসঅর্ডারের সমস্যা রয়েছে, তাঁরা সময়সীমার কোনও প্রকার বিধিনিষেধ ছাড়া প্রাথমিক রেফারেলের ভিত্তিতে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন বলে জানানো হয়েছে। এর ফলে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মীর (Government Employees) সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সরকারের এই নিয়ম বদলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।