সেপ্টেম্বরের এই তারিখ বাড়ছে DA, কাদের বাড়তি কত টাকা পকেটে আসবে? দেখুন পরিষ্কার হিসেব

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের (Government Employee’s) সোনায় সোহাগা। দীর্ঘদিন ধরে পূর্ণ পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাদের কথা মাথায় রেখে সম্প্রতি ইউনিফাইড পেনশন স্কিম (ইউপিএস) এর ঘোষণা করেছে কেন্দ্র। যা নিয়ে খুশিতে ভাসছেন সরকারি কর্মীরা।তবে এখানেই শেষ নয়। এই সেপ্টেম্বর মাসেই কেন্দ্রের কর্মীদের আরও একটি উপহার দেবে সরকার। বাড়বে ডিএ (Dearness Allowance)। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এবারে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA)।

পুজোর আগেই লক্ষীলাভ

পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা বৃদ্ধি পাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরেই ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বা ডিআর-ও মিলবে। যা কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। পুজোর আবহে সেপ্টেম্বরে ফের বাড়বে ভাতা। যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।

মিলবে বকেয়াও?

মহার্ঘ ভাতার পাশাপাশি করোনাকালে ১৮ মাসের বকেয়া ডিএ-ও হাতে পেতে পারেন কর্মচারীরা। করনার সময় জরুরি পরিস্থিতিতে ১৮ মাসের ডিএ (Dearness Allowance) আটকে রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি উঠছে। সেই বকেয়াও পেতে পারেন সরকারি কর্মীরা। যদিও এই নিয়ে সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি।

জানা যাচ্ছে সেপ্টেম্বর মাসে সরকার ৩ বা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। সরকারি কর্মীদের ডিএ নির্ণয় করা হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের ভিত্তিতে। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা ৫০.২৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে। তবে পূর্বে একাধিকবার ৪% করে ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র। এবারেও তেমনটা হতে পারে।

আরও পড়ুন: আজ থেকে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে! কোন কোন জেলায় জারি সতর্কতা? আবহাওয়ার খবর

DA বৃদ্ধির হিসেব…

যদি ৪ শতাংশ বৃদ্ধি হয়, তাহলে সপ্তম পে কমিশনের আওতায় কতটা লাভ হবে? যে সকল সরকারি কর্মচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে ৭২০ টাকা অর্থাৎ বছরে ৮,৬৪০ টাকা বেতন বৃদ্ধি হবে। যে সব কর্মীদের মূল বেতন ২০ হাজার, তারা প্রতি মাসে ৪০০ এবং বছরে বাড়তি ৯ হাজার ৬০০ টাকা পাবেন।

Central Government employees

যদি কোনো সরকারি কর্মচারীর মূল বেতন ২৫ হাজার টাকা হয়, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা এবং বছরে ১২ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে। যাদের মূল বেতন ৩০ হাজার টাকা তারা মাসে ১২০০ টাকা এবং বার্ষিক ১৪,৪০০ টাকা এবং যাদের মূল বেতন ৫০ হাজার টাকা তারা প্রতি মাসে ২ হাজার টাকা এবং বছরে ২৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর