আরবাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসে ডিএ (Dearness Allowance) ঘোষণা করবে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার আর ৪ শতাংশ হারে নাও বাড়তে পারে। বিভিন্ন রিপোর্টে এমনটাই দাবি করা হচ্ছে।
ডিএ নিয়ে (Dearness Allowance) লেটেস্ট আপডেট
সম্প্রতি বিজনেস টুডে এবং ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুসারে এবার মাত্র ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। তবে এই নিয়ে সরকারি কোনো ঘোষণা এখনও হয়নি। আগে জানা গিয়েছিল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। এবার শোনা যাচ্ছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ডিএ এবং ডিআর বৃদ্ধি হতে পারে।
আগামী ৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার।
রিপোর্ট অনুযায়ী, চলতি ২৫ তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর। অর্থাৎ পুজোর আগেই ফের এক দফায় সরকারি কর্মীদের (Central Govt Employee) মহার্ঘভাতা বৃদ্ধি পাবে।
এবারে ৩ শতাংশই বাড়তে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA)। কার্যকর হবে ১ জুলাই ২০২৪ থেকে। নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৫০ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের বাড়বে ডিএ (Dearness Allowance)।
গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সিপিআই-আইডব্লু ২.৬ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ফলত মহার্ঘ ভাতা ৫০.২৮ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৩.৩৬ শতাংশে পৌঁছতে পারে। তাই এবার তিন শতাংশই ডিএ বাড়বে বলে মনে করা হচ্ছে। একদিকে যখন দফায় দফায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ছে সেই সময় মহার্ঘ ভাতার দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! খুনের রাতে হাসপাতালে উদ্দাম পার্টি! কারা কারা ছিলেন সেখানে?
যদিও চলতি বছর দু’বার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের। ২০২৪ সালের ১ মার্চে চার শতাংশ এবং পরে ফের ১ এপ্রিলে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে তারা ১৪% হারে ডিএ পাচ্ছেন। যা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন তারা। ওদিকে বাংলার ডিএ মামালা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে।