বাংলা হান্ট ডেস্কঃ দেখতে দেখতে শেষ হতে চলল ২০২৪। আর মাত্র হাতেগোনা কয়েকদিন পরেই নতুন বছরকে স্বাগত জানানোর পালা। সরকারি কর্মীরাও এর জন্য অপেক্ষায় রয়েছেন। কারণ ২০২৫ সালের শুরুতেই ডিএ (Dearness Allowance) বাড়ানো হতে পারে এমন জল্পনা কল্পনা চলছে। বছরের শুরুতেই সরকারি কর্মীরা সুখবর পেতে পারেন বলে অনুমান করছেন অনেকে। এই আবহে সামনে আসছে নয়া আপডেট!
কবে মিলতে পারে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির সুখবর?
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কয়েক মাস আগেই ৩% হারে ডিএ বৃদ্ধি করেছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি মাসে আবারও মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে খবর। এখন প্রশ্ন হল, কত শতাংশ ডিএ বৃদ্ধি করবে কেন্দ্র?
কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়। প্রথম দফায় মূলত জানুয়ারি এবং দ্বিতীয় দফায় মূলত জুলাই মাস থেকে তা কার্যকর করা হয়। সেই কারণে অনেকেই মনে করছেন, আগামী বছর জানুয়ারি মাসে ‘সুখবর’ দিতে পারে কেন্দ্র।
আরও পড়ুনঃ অবৈধ নির্মাণ রুখতে কড়াকড়ি! বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরোনো নিয়মে বড় বদল আনল রাজ্য সরকার
রিপোর্ট বলছে, সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ক্ষেত্রে সরকার সাধারণত বিগত ৬ মাসের AICPI তথ্যের দিকে নজর রাখে। এই সূচক দেশের মুদ্রাস্ফীতি ও পণ্যের মূল্যের পরিবর্তনগুলি ট্র্যাক করে। এখনও অবধি জুলাই থেকে অক্টোবর মাস অবধি পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪৪.৫ পয়েন্টে সূচকটি পৌঁছেছে। যা কিনা ডিএ ৫৫.০৫ শতাংশে ঠেলে দিতে পারে।
রিপোর্ট বলছে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে AICPI সূচক ১৪৫.৩ অবধি পৌঁছতে পারে। সেক্ষেত্রে ২০২৬ সালের জানুয়ারি মাসে যদি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়, তাহলে তা ৩% বাড়তে পারে। সেক্ষেত্রে মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াবে ৫৬%। এর প্রভাব পড়বে সরকারি কর্মীদের বেতনেও।
এক্ষেত্রে সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কোনও সরকারি কর্মীর নূন্যতম বেতন যদি ১৮,০০০ টাকা হয় এবং ডিএ (Dearness Allowance) যদি ৫৬ শতাংশে গিয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে মাসিক ৫৪০ টাকা বেতন বৃদ্ধি হবে। এক বছরের হিসেবে সেই অঙ্কটা গিয়ে দাঁড়াবে ৬,৪৮০ টাকায়। এক্ষেত্রে উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী বছর জানুয়ারি মাস থেকে কার্যকর হলেও তা সাধারণত মার্চ মাস নাগাদ ঘোষণা করা হয়। হোলির আবহে সুখবর দেয় সরকার।