৭ বছরে সবচেয়ে কম! অবশেষে সরকারি কর্মীদের DA বাড়াল কেন্দ্র! কত শতাংশ? জানুন

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) অপেক্ষার অবসান। অবশেষে ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করা হল। দোল উৎসবের আবহে এই ‘সুখবর’ মিলবে বলে আশা করেছিলেন অনেকে। গত বছর তেমনটাই হয়েছিল। তবে এবার দোল উৎসবের সপ্তাহ দুয়েক পর মহার্ঘ ভাতা বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা (Central Government)।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের কত শতাংশ ডিএ (Dearness Allowance) বৃদ্ধি হল?

গত বছর দীপাবলির আবহে শেষবারের মতো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছিল। সেবার ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল সরকার। এবার ২% হারে ডিএ বাড়ানো হল। যা কিনা গত ৭ বছরে সবচেয়ে কম বলে খবর। এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ, ডিআর ৫৩% থেকে বৃদ্ধি পেয়ে ৫৫% হল।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ বছরের নিরিখে এবার সবচেয়ে কম হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়েছে। ২০১৮ সালের জুলাই মাস থেকে (কোভিড কালে তিন কিস্তি ডিএ স্থগিত ছিল) সরকার অন্তত ৩% অথবা ৪% হারে ডিএ বাড়াচ্ছে। তবে এবার মাত্র ২% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হল। গত ১ জানুয়ারি ২০২৫ থেকে এই নয়া হার কার্যকর হবে বলে খবর।

আরও পড়ুনঃ মোথাবাড়িকাণ্ডে সরগরম বাংলা! এবার NIA তদন্ত চেয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ তরুণজ্যোতির

এখন প্রশ্ন হল, কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) এত কম ডিএ বৃদ্ধি কেন হল? জানা যাচ্ছে, মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয় সরকার। এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবথেকে কম ছিল বলে খবর। এদিকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নির্ধারণের অন্যতম মানদণ্ড এটি। সেই জন্যই এবার ডিএ বৃদ্ধির হার কমেছে বলে মনে করা হচ্ছে।

7th Pay Commission Central Government employees Dearness Allowance DA hike update

এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার করে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বাড়ানো হয়। প্রথম দফায় তা সাধারণত ১ জানুয়ারি ও দ্বিতীয় দফায় সাধারণত ১ জুলাই থেকে বর্ধিত হার কার্যকর হয়। চলতি বছরে এই প্রথম দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হল।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর