বাংলা হান্ট ডেস্কঃ হকের ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি। এর মাঝেই এল বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়, বরং কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত এই আপডেট এসেছে। বছরের শুরু থেকেই কেন্দ্র সরকারি কর্মচারীরা একের পর এক সুখবর পাচ্ছেন। এবার সেই খুশি আরও বাড়তে চলেছে বলে জানা যাচ্ছে।
ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে নয়া আপডেট!
প্রত্যেক বছর কেন্দ্রের তরফ থেকে দু’বার ডিএ (DA) বাড়ানো হয়। মূলত ১ জানুয়ারি এবং ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। চলতি বছর ইতিমধ্যেই এক দফায় ভাতা বাড়ানো হয়েছে। এবার দ্বিতীয় দফার ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে। কবে সেই ঘোষণা হবে? আপাতত সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এবার এই নিয়েই সামনে এল বড় আপডেট।
- ডিএ বৃদ্ধির ঘোষণা কবে হবে?
অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees) সুখবর পেতে পারেন। সেপ্টেম্বর মাসেই দ্বিতীয় দফার ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফ থেকে দাবি করা হয়েছে, আগামী মাসে দ্বিতীয়ার্ধে মহার্ঘ ভাতা সংক্রান্ত ঘোষণা হতে পারে।
আরও পড়ুনঃ নবান্ন অভিযান-বাংলা বনধে পুলিশি ‘অত্যাচার’! এবার বিরাট পদক্ষেপ সৌমিত্র খাঁয়ের, তুমুল শোরগোল
সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর অথবা ২৫ সেপ্টেম্বর ৩% ডিএ (Dearness Allowance) বাড়ানোর জন্য মন্ত্রীসভার অনুমোদন দেওয়া হতে পরে। তবে সরকারের তরফ থেকে এখনও অবধি কোনও অ্যাজেন্ডা দেওয়া হয়নি বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি ৪% হারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বর্তমানে তাঁরা ৫০% হারে ডিএ পাছেন। এখন শোনা যাচ্ছে, দ্বিতীয় দফাতেও ৩% অথবা ৪% হারে মহার্ঘ ভাতা বাড়ানো পারে কেন্দ্র (Central Government)। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় ‘লাভ’ হবে বলে মনে করা হচ্ছে।
ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়। মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে সরকারি কর্মীদের ব্যয় ক্ষমতা যাতে বজায় থাকে সেই কারণে সরকারের তরফ থেকে ভাতা প্রদান করা হয়। জানা যাচ্ছে, আগামী মাসেই চলতি বছরের দ্বিতীয় দফার ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করা হতে পারে। ১ জুলাই ২০২৪ থেকে নতুন হার কার্যকর করা হবে বলে খবর। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীরা জুলাই এবং আগস্ট মাসের জন্য বকেয়া টাকা প্রদান করা হবে।