সরকারি কর্মীদের পোয়া বারো! আজই হতে পারে DA বৃদ্ধির ঘোষণা! কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে?

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। নতুন বছরের দু’মাস কেটে গেলেও মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঘোষণা করেনি কেন্দ্র। এবার শোনা যাচ্ছে, দোলের আগেই বড় সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী (Government Employees) ও পেনশনভোগীরা। রঙের উৎসবের ঠিক মুখে ডিএ, ডিআর বাড়ানোর ঘোষণা করা হতে পারে।

এবার কত শতাংশ ডিএ (Dearness Allowance) বাড়াবে কেন্দ্র?

১৪ মার্চ রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশ। তার আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসতে চলেছে। অনুমান করা হচ্ছে, এদিনই ডিএ, ডিআর সংক্রান্ত ঘোষণা করা হতে পারে। এটি অনুমোদিত হলে, উপকৃত হবেন ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

গত বছর দোলের ঠিক মুখে ডিএ (Dearness Allowance) বৃদ্ধি ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেদিকে নজর রেখেই অনেকে অনুমান করছেন, এবারও এমনটা হতে পারে। এখন প্রশ্ন হল, কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়াবে কেন্দ্র? সরকারি কর্মীদের অ্যাকাউন্টেই বা কবে থেকে ঢুকবে?

আরও পড়ুনঃ মুসলিম বিধায়কদের কাছে ক্ষমা না চাইলে…! শুভেন্দুকে চরম হুঁশিয়ারি হুমায়ুনের! তোলপাড় বাংলা

বিভিন্ন রিপোর্ট বলছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের এআইসিপিআই সূচকের তথ্য অনুযায়ী, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) ২% হারে ডিএ বাড়ানো হতে পারে। বর্তমানে তাঁরা সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। এবার যদি ২% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়, তাহলে সেটা বেড়ে দাঁড়াবে ৫৫ শতাংশ।

This State Government announced Dearness Allowance DA hike by 4 percent for Government employees

এক্ষেত্রে বলে রাখি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাধারণত বছরে দু’বার মহার্ঘ ভাতা বাড়ানো হয়। প্রথম দফায় মার্চ নাগাদ ও দ্বিতীয় দফায় সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ সেই ঘোষণা হয়। মার্চ মাসের ঘোষণা অনুযায়ী বর্ধিত হারে ডিএ কার্যকর হয় সেই বছরের ১ জানুয়ারি থেকে। অন্যদিকে সেপ্টেম্বর-অক্টোবরের ঘোষণা অনুযায়ী তা কার্যকর হয় ১ জুলাই থেকে।

গত বছর দীপাবলির আবহে শেষবারের মতো কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছিল। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ৪-৫ মাস। এবার শোনা যাচ্ছে, দোলের আগে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের দিন ডিএ, ডিআর বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা হতে পারে। এবার শেষ অবধি এমনটা হয় কিনা সেটাই দেখার।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর