১২% DA বৃদ্ধি! বেতন বাড়ছে ৩৬,০০০ টাকা! পুজো মিটতেই লক্ষ্মীলাভ এই সরকারি কর্মীদের

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজো, কালীপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, সব এক এক করে সম্পন্ন হয়েছে। উৎসবের মরসুম শেষে ফের কাজে ফিরেছেন সরকারি কর্মীরা। এই আবহেই মিলল সুখবর! একধাক্কায় ১২% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার। এর ফলে মুখে হাসি ফুটেছে অগুনতি সরকারি কর্মীর।

  • এই সরকারি কর্মীদের ১২% ডিএ (Dearness Allowance) বাড়াল সরকার

উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই কেন্দ্রের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees) সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পান, তাঁদের ৩% ডিএ বাড়িয়েছে সরকার। এবার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীদেরও সুখবর দেওয়া হল।

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সকল সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের অধীন বেতন পাচ্ছেন, তাঁদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) ১২% বাড়ানো হচ্ছে। ফলে এবার থেকে তাঁরা ৪৫৫% হারে ডিএ পাবেন। চলতি বছরের ১ জুলাই থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ একধাক্কায় কমবে ৪ ডিগ্রি! বৃষ্টিতে ভিজবে রাজ্যের এই জেলা! কবে, কোথায় বর্ষণের পূর্বাভাস?

একইরকমভাবে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মীদের ডিএ-ও (DA) বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন তাঁরা ২৩৯% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। তবে এবার তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ৭% বাড়িয়ে সেই অঙ্কটা ২৪৬% করা হয়েছে। ১ জুলাই থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে।

Central Government employees Dearness Allowance DA hike latest update under 6th Pay Commission

এদিকে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হতেই, সরকারি কর্মীদের বেতন কতখানি বাড়ল তার হিসেবনিকেশ শুরু হয়ে গিয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কোনও কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মীর মূল বেতন (বেসিক স্যালারি) যদি ৪৩,০০০ টাকা হয় এবং তিনি যদি ২৩৯% হারে ডিএ পান, সেক্ষেত্রে মোট অঙ্ক হচ্ছে ১,০২,৭৭০ টাকা।

সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে ৭% ডিএ (Dearness Allowance) বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এই অঙ্কটাও বাড়বে। হিসেব বলছে, ২৪৬% ডিএ অনুসারে কেন্দ্রীয় সরকারি কর্মীর প্রাপ্ত অর্থ হবে ১,০৫,৭৮০ টাকা। অর্থাৎ এবার মাসিক প্রায় ৩০০০ টাকা করে বেশি মিলবে। সেই হিসেবে বছরে প্রায় ৩৬,০০০ টাকা করে বেশি পাবেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর