৫০% অতীত, এবার ৫৪% হারে DA পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা? কবে থেকে মিলবে? নয়া আপডেট!

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। ভোট মিটলেই DA বাড়ানো হবে কিনা বা যদি বাড়ানোও হয় তাহলে কত শতাংশ হারে এবার দেওয়া হবে এই নিয়ে বহুদিন ধরে আলোচনা চলছে। নির্বাচনের শেষ লগ্নে এসে এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট!

বর্তমানে ৫০% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central Government Employees)। ২০২৪ সালের প্রথমার্ধেই ভাতা বৃদ্ধি পেয়েছে। তবে আগামী জুলাই মাসের পরে ফের একবার মহার্ঘ ভাতার হারে পরিবর্তন হতে পারে বলে খবর। গত কয়েক বছরে ৪% হারে DA বৃদ্ধি পেয়েছে। তাহলে কি এবারও ৪% হারেই মহার্ঘ ভাতা বাড়ানো হবে? অনেকের মনেই দেখা দিয়েছে প্রশ্ন। তবে এক্ষেত্রে বলে রাখি, সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নিয়মে কিন্তু একটি ‘টুইস্ট’ রয়েছে।

সপ্তম বেতন কমিশনে বলা হয়েছে, কর্মীদের ৫০% হারের বেশি মহার্ঘ ভাতা দেওয়া হবে না। এদিকে এখনই এই হারে DA পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তাহলে কি এবার আর বাড়ানো হবে না তাঁদের ভাতা? না, এমনটা কিন্তু নয়! বরং এবারও যে পদক্ষেপ নেওয়া হবে, তাতে আরও লক্ষ্মীলাভ হতে চলেছে সরকারি কর্মীদের!

আরও পড়ুনঃ ‘ওঁর মেয়েকে…’! তৃণমূল বিধায়ককে কেন খুনের হুমকি? অভিযুক্ত ‘আসল সত্যি’ ফাঁস করতেই তোলপাড়!

সপ্তম বেতন কমিশন বলছে, কর্মীদের মহার্ঘ ভাতা ৫০% হয়ে গেলেই তা ফের ০ থেকে শুরু করতে হবে। তবে এতে কিন্তু কর্মীদের বেতন কমবে না। কারণ তাঁদের মূল বেতন বৃদ্ধি পাবে। আগে তাঁরা যে বেতন পাচ্ছিলেন, তার সঙ্গে ৫০% হারে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে। এতে যে অঙ্কটা দাঁড়াবে, সেটাই সেই কর্মীর মূল বেতন হবে। এরপর ফের নয়া হারে DA পাওয়া শুরু করবেন তিনি।

উদাহরণস্বরূপ বলা যায়, কোনও কর্মীর মূল বেতন যদি ২০,০০০ টাকা হয়, তিনি  ৫০% হার হিসেবে  ১০,০০০ টাকা বর্তমানে মহার্ঘ ভাতা হিসেবে পান। তবে সরকারের তরফ থেকে মূল বেতন বাড়ানো হলে সেই কর্মীর মাইনে হয়ে যাবে ৩০,০০০ টাকা। এবার সেই অনুযায়ী হিসেব করেন তাঁকে DA দেওয়া হবে।

Government employees Dearness Allowance DA latest update

মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। তবে একথা এখনও অবধি এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। কর্মীদের বেতন বৃদ্ধি নিয়েও কোনও ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গেলেই এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর