উত্তপ্ত আবহেই লক্ষ লক্ষ সরকারি কর্মীর জন্য বিরাট সুখবর, এবার বড় ঘোষণার পথে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগেই মালামাল। বিরাট সুখবর দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য। পুজোর আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employees) মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ডিএ (Dearness Allowance) ঘোষণা করবে কেন্দ্র। একই সাথে পেনশনভোগীদের ডিআর-ও বৃদ্ধি পেতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, দুই সপ্তাহের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। যেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে সরকার তরফে।

কত শতাংশ বাড়বে মহার্ঘ ভাতা?

ইতিমধ্যেই মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়তে পারে তা AICPI সূচকের ডেটা থেকে এটি পরিষ্কার হয়ে গেছে।
জানিয়ে রাখি এবার ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। জুন থেকে AICPI সূচকে ১.৫ পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে। মে মাসে যা ছিল ১৩৯.৯ পয়েন্টে। বর্তমানে তা বেড়ে ১৪১.৪ হয়েছে। মহার্ঘ ভাতার স্কোর হয়েছে ৫৩.৩৬। অর্থাৎ তিন শতাংশই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। যা জুলাই ২০২৪ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে।

সূত্রের খবর আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তাতে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হতে পারে। আগামী ৫ অক্টোবর রয়েছে হরিয়ানায় বিধানসভা ভোট। মনে করা হচ্ছে তার কিছুদিন আগে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, চলতি ২৫  তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর।

নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের একবার বাড়বে ডিএ (Dearness Allowance)। উৎসবের মরসুমে খুব শীঘ্রই সুখবর পাবেন সরকারি কর্মচারীরা। পুজোর আগেই পকেট গরম কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Govt Employee)।

Central Government employees

আরও পড়ুন: পুজোর ছুটিতে ঘুরে আসুন মিনি স্কটল্যান্ড! বেশি খরচ নয়, বেশি দূরেও নয়! বাঁকুড়া অবধি গেলেই হবে!

ওদিকে ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। যদিও চলতি বছর দু’বার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের। ২০২৪ সালের ১ মার্চে চার শতাংশ এবং পরে ফের ১ এপ্রিলে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে তারা ১৪% হারে ডিএ পাচ্ছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর