বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই বড় সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। দীর্ঘদিন ধরে দাবি জানানোর পর অবশেষে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনে অনুমোদন দিয়েছে কেন্দ্র (Central Government)। কয়েকদিন আগেই এই ঘোষণা করা হয়েছে। এরপর মুখে হাসি ফুটেছে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীর। এই আবহেই সামনে এল আরও বড় একটি সুখবর!
সরকারি কর্মীদের (Government Employees) জন্য বড় খবর!
অষ্টম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণার রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মাঝেই সামনে এল গ্র্যাচুইটি নিয়ে সুখবর। রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতদিন অবধি এই অঙ্কটা ছিল ২০ লক্ষ টাকা। তবে এবার তা একধাক্কায় আরও ৫ লক্ষ বাড়ানো হয়েছে। ২০ লক্ষের পরিবর্তে তা বাড়িয়ে করা হয়েছে ২৫ লক্ষ টাকা।
জানা যাচ্ছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই গ্র্যাচুইটি (Gratuity) বৃদ্ধির এই নয়া নিয়ম চালু হয়েছে। রিপোর্ট বলছে, গত বছর ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের তরফ থেকে একটি মেমো জারি করা হয়েছিল। সেখানে বলা হয়, সপ্তম বেতন কমিশনের নিয়মে গ্র্যাচুইটি বৃদ্ধি করা হয়েছে। সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশের গণ্ডি টপকানোর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনঃ আইনমন্ত্রীর বাড়িতে ভাঙচুর! আটক করা হল হামলাকারীকে! তারপর যা হল…
উল্লেখ্য, গ্র্যাচুইটি হল আসলে একটি ‘পুরস্কারে’র মতো। একটি সংস্থায় কাজ করার জন্য কর্মীদের (Government Employees) তা প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে কোনও সংস্থায় কাজ করলে অবসর গ্রহণের সময় তাঁকে গ্র্যাচুইটি দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, কোনও সংস্থায় নূন্যতম ৫ বছর কাজ করার পর সেই সংস্থা ছাড়লে এই অর্থ পাওয়া যায়।
জানা যাচ্ছে, গ্র্যাচুইটি আসলে একজন কর্মীর (Government Employees) গ্রস বেতনের একটি অংশ। তবে সেটি তাঁকে নিয়মিত দেওয়া হয় না। প্রত্যেক বছর ২৪০টি কর্মদিবসের হিসেবে এই গ্র্যাচুইটি গণনা করা হয়ে থাকে বলে খবর। কোনও কর্মী একটি সংস্থায় অন্তত ৫ বছর কাজ করার পর সেই সংস্থা ছাড়লে এই গ্র্যাচুইটির টাকা পাওয়া যায়। এই নিয়েই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মুখে হাসি ফুটেছে অগুনতি সরকারি কর্মীর।