শুধুমাত্র এই সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! ‘পে লেভেল’ মিশলেই বেতন বাড়বে হু হু করে

বাংলা হান্ট ডেস্কঃ অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা। ১০ ফেব্রুয়ারি অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে বৈঠকে বসেছিল ন্যাশনাল কাউন্সিল ফর জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (এনসি জেসিএম)-এর স্থায়ী কমিটির স্টাফ এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগ (ডিওপিটি)।

‘পে লেভেল’ মিশলেই বিরাট লাভবান হবেন এই সরকারি কর্মীরা (Government Employees)

জেসিএম স্টাফ সাইড সচিব তথা অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশন প্রধান শিব গোপাল মিশ্র সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন বৃদ্ধির জন্য একটি অভিনব প্রস্তাব দিয়ে জানিয়েছেন বেশ কিছু গ্রেড পে লেভেল একে অপরের সঙ্গে মিলিয়ে দেওয়া উচিত। শিবগোপাল মিশ্রের দাবি সরকারি কর্মীদের বেশ কয়েকটি লেভেল একে অপরের মিশিয়ে দেওয়ার ফলে তাদের বেতন বৃদ্ধি হতে পারে। তাই তিনি দাবী করেছেন লেভেল ২-এর সঙ্গে লেবেল ১, লেভেল ৪ এর সঙ্গে লেভেল ৩ এবং লেভেল ৬-এর সঙ্গে লেভেল ৫ মিশিয়ে দেওয়া উচিত। এইভাবে পে লেভেল মিশিয়ে দিলে লেভেল ১, লেভেল ৩ এবং লেভেল ৫-এর আওতায় বেতন পাওয়া সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পেতে পারে।

আগে একবার শিব গোপাল মিশ্র দাবি করেছিলেন সরকারি কর্মীদের ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টারে এবার বেতন বৃদ্ধি হওয়া উচিত। তারপর ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টর পাওয়ার আশায় বুক বেঁধেছিলেন সরকারি কর্মীরা। কিন্তু তাঁদের সেই আশা এবার হয়তো পূরণ হবে না। ১০ ফেব্রুয়ারির বৈঠকে এই নিয়ে মুখ খুলেছিলেন কাউন্সিল-জয়েন্ট কনসাল্টেটিভ মেশিনারির স্টাফ সাইড নেতা এম রাঘবাইয়া। তিনি বললেন, সরকারি কর্মীদের (Government Employees) ন্যূনতম বেতন বৃদ্ধির জন্য তাঁরা ২ ফিটমেন্ট ফ্যাক্টর আশা করছেন।

আরও পড়ুন: মাত্র ৬ টাকার মিড ডে মিলেই ভরপুর পুষ্টি! বুদ্ধিতেই বাজিমাত বাঁকুড়ার এই শিক্ষকের

উল্লেখ্য বেতন সংশোধনের ক্ষেত্রে এই ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ এখন খুবই গুরুত্বপূর্ণ। এটি আসলে মূল বেতনের সঙ্গে প্রয়োগ করা একটি গুণক। উদাহরণস্বরূপ, সপ্তম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭, যার ফলে লেভেল ১-এ সসরকারি কর্মীদের ন্যূনতম বেতন ৭ হাজার টাকা (ষষ্ঠ বেতন কমিশনের অধীনে) থেকে ১৮ হাজার টাকা হয়েছিল।

Will this Dearness Allowance DA rule be back in 8th Pay Commission

অন্যদিকে একটি রিপোর্টে দাবি করা হয়েছে অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর যদি ২.৮৬ হয় তাহলে লেভেল ১-এ মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫১ হাজার ৪৮০ টাকা হতে পারে। তবে এম রাঘবাইয়া বলেন, ‘আমরা আশা করছি, সরকারের তরফ থেকে ন্যূনতম বেতন বাড়িয়ে অন্তত ৩৬ হাজার টাকা করা হবে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর