বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Government Employees)। ৫০% নয়, বর্তমানে ৫৩% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন তাঁরা। সম্প্রতি ৩% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। এবার সামনে আসছে আরও বড় খবর! জানা যাচ্ছে, এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন বাড়তে চলেছে।
একধাক্কায় বাড়বে সরকারি কর্মীদের (Government Employees) বেতন!
বেতন বাড়ানোর দাবিতে বেশ অনেকদিন ধরেই সরব কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশ। অষ্টম বেতন কমিশন কার্যকর করার দাবিও উঠছে বহুদিন ধরে। এবার এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট! রিপোর্ট বলছে, আগামী বছর বাজেটে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ অনুযায়ী বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।
সেক্ষেত্রে যদি সত্যিই এমনটা হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) বেতন একধাক্কায় অনেকটা বাড়বে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নূন্যতম বেতন ১৮,০০০ টাকা। সেক্ষেত্রে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হলে একধাক্কায় সেই নূন্যতম বেতন অনেকখানি বেড়ে যাবে। ১৮,০০০ থেকে বেড়ে তা হবে ৩৪,৫৬০ টাকা। অর্থাৎ একধাক্কায় প্রায় ৫২% বেতন বাড়তে পারে বলে খবর।
আরও পড়ুনঃ বিজেপি ছেড়ে তৃণমূলে হিরণ? উপনির্বাচনের আগেই বিরাট মন্তব্য! বললেন…
শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নন, অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের নূন্যতম পেনশনও (Pension) বৃদ্ধি পাবে বলে জানা যাচ্ছে। নূন্যতম পেনশন ৯,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৭,২৮০ টাকা হতে পারে বলে খবর। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মীরা অনেকখানি উপকৃত হবেন।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, চলতি নভেম্বর মাসেই অষ্টম বেতন কমিশনের বোর্ড বৈঠকে বসতে চলেছে। এরপর ২০২৫ সালের বাজেটে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই সুপারিশ কার্যকর হলে এদেশে অগুনতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Government Employees) এবং অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে। সরকারের তরফ থেকে এই নিয়ে কবে ঘোষণা করা হয়, আপাতত সেদিকেই নজর সকলের।