ভারত-পাক সংঘর্ষের মধ্যেই সেনাকে সহায়তায় টেরিটোরিয়াল আর্মিকে ‘অ্যাক্টিভ’ করল কেন্দ্র, এবার সীমান্তে যাবেন ধোনি?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আক্রমণ, পাল্টা-আক্রমণে ক্রমশ বাড়ছে উত্তাপ। ভারত-পাকিস্তান (India-Pakistan) সংঘর্ষের আবহে এবার টেরিটোরিয়াল আর্মিকে (Territorial Army) সক্রিয় করে দিল ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ১৯৪৮ সালের টেরিটোরিয়াল আর্মির নিয়মের ৩৩ নম্বর ধারার আওতায় যে প্রদান করা ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে।

টেরিটোরিয়াল আর্মিকে ‘অ্যাক্টিভ’ করল ভারত | Territorial Army

দেশের দ্বিতীয় প্রতিরক্ষা রেখা হিসেবে পরিচিত টেরিটোরিয়াল আর্মি (TA) হল যুদ্ধকালীন স্বেচ্ছাসেবকদের একটি সহায়ক সামরিক সংগঠন, যা ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করে। ভারতীয় সেনাকে সহায়তার লক্ষ্যে টেরিটোরিয়াল আর্মির প্রত্যেক অফিসার এবং তাতে নথিভুক্ত থাকা প্রত্যেক সদস্যকে মোতায়েন করার জন্য সেনাপ্রধানকে পূর্ণ ক্ষমতা প্রদান করেছে কেন্দ্র।

আরও পড়ুন: পশ্চিমের হাল দেখেই কেঁপে অস্থির পূর্বের প্রতিবেশী, হিন্দুদের নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের

সাউর্দান কম্যান্ড, ইস্টার্ন কম্যান্ড, ওয়েস্টার্ন কম্যান্ড, সেন্ট্রাল কম্যান্ড, নর্দার্ন কম্যান্ড, সাউথ-ওয়েস্টার্ন কম্যান্ড, আন্দামান ও নিকোবর কম্যান্ড, এবং আর্মি ট্রেনিং কম্যান্ডের আওতাধীন এলাকায় মোতায়েনের জন্য টেরিটোরিয়াল আর্মিকে অ্যাক্টিভ করা হয়েছে। টেরিটোরিয়াল আর্মির ৩২টি ইনফ্র্যান্টি ব্যাটেলিয়নের মধ্যে ১৪টিকে অ্যাক্টিভ করার কথা জানানো হয়েছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/OIl_LwJDDXk?si=ZVJ4ZjpDKTG0HgvL

সূত্রের খবর কেন্দ্র তরফে যে নির্দেশ এসেছে তা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২০২৮ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। সূত্র বলছে, বর্তমানে, টেরিটোরিয়াল আর্মিতে কর্মীর সংখ্যা প্রায় ৫০,০০০। এই টেরিটোরিয়াল আর্মিকে সক্রিয় করতেই উঠছে ধোনি (MS Dhoni) প্রসঙ্গ। কারণ যে টেরিটোরিয়াল আর্মিকে সক্রিয় করা হয়েছে তার অফিসার পদে রয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এবার ময়দানে নামতে হতে পারে ধোনিকে?

বিশেষজ্ঞরা বলছেন ধোনিদের সাম্মানিক পদ প্রদান করা হয়েছে ঠিকই তবে প্রয়োজনে তাদেরও ময়দানে নামতে হতে পারে। যুদ্ধ হলে রিজার্ভ ফোর্সের প্রয়োজন পড়ে। তখনই রিজার্ভ ফোর্সের আওতায় থাকা টেরিটোরিয়াল আর্মিকে ময়দানে নামানো হয়। সত্যিই এমন পরিস্থিতি হলে ধোনিদেরও সীমান্তে যেতে হতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞমহলের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X