বাংলাহান্ট ডেস্ক : সরকারের তরফে এবার বড় উদ্যোগ ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য। কেন্দ্রীয় সরকারের (Central Government) এই প্রকল্পে উপকৃত হতে চলেছেন দেশের প্রচুর সংখ্যক সাধারণ মানুষ। আপনিও চাইলে আবেদন জানাতে পারেন সরকারের এই প্রকল্পে। আবেদন গৃহীত হলে পেয়ে যাবেন বিদ্যুতের সাবসিডি।
কেন্দ্রীয় সরকারের (Central Government) অভিনব প্ল্যান
প্রত্যেক ভারতীয়দের জন্য এবার দারুন খুশির খবর আনল মোদি সরকার। প্রধানমন্ত্রী সূর্য ঘর ফ্রি স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার (Central Government) প্রতিটি ঘরে কার্বন মুক্ত বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালের মধ্যে ২৭ মিলিয়ন বাড়িতে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।
এই প্রকল্প সংক্রান্ত অনুমতি সম্প্রতি পাশ হয়েছে সংসদে। এই প্রকল্পে ইতিমধ্যেই ১.৪৫ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রকল্পের কাজ শেষ হলে প্রায় ৬ লক্ষ ৩৪ হাজার ঘরে পৌঁছে যাবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা (Electricity)। এই পরিষেবা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার ৭৫,০২১ কোটি টাকা বরাদ্দ করেছে।
আরোও পড়ুন : “ভগৎ সিং সন্ত্রাসবাদী”, অপমানজনক মন্তব্য পাকিস্তানের, যোগ্য জবাব দিল নয়াদিল্লি
সূত্রের খবর, সবথেকে বেশি সৌর প্ল্যানেল (Solar Panel) বসানো হবে গুজরাটে। মোদির রাজ্যে ২ লক্ষ ৮৬ হাজার ৫৪৫ জনের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বিনামূল্যে সৌর বিদ্যুৎ পরিষেবা। ৫৩ হাজার ৪২৩ টি সৌর প্যানেল বসানো হবে উত্তর প্রদেশে। আবেদন জানাবেন কীভাবে সেই বিষয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।
নির্দিষ্ট পোর্টালে গিয়ে নথিভুক্ত করতে হবে নাম। রেজিস্ট্রেশন করে কনজিউমার নম্বর, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইনপুট করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করে আপলোড করতে হবে ব্যাংক পাশবুক ও ক্যানসেল চেকের ছবি। যদি আপনার আবেদন গ্রাহ্য হয় তাহলে ৩০ দিনের সাবসিডি ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।