বাংলায় DA অসন্তোষের মধ্যেই দারুণ সুখবর দিল কেন্দ্র, কপাল খুলল সরকারি কর্মীদের

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের একদম অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। রাত পেরোলেই সম্পন্ন হবে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার নির্বাচন। এদিকে, লোকসভা নির্বাচনের আগেই এবার কেন্দ্রের (Government Of India) তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ফের একবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) গ্র্যাচুয়িটি লিমিট বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই, গত বৃহস্পতিবার মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের তরফে একটি অফিস মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছে।

যেখানে বলা হয়েছে যে, এবার সেন্ট্রাল সিভিল সার্ভিসেস এবং সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন)-এর আওতাভুক্ত কর্মীদের গ্র্যাচুয়িটি লিমিট ২৫ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ, এই সিদ্ধান্তের মাধ্যমে ২০ লক্ষ টাকার বদলে গ্র্যাচুয়িটির অর্থের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এবার তা ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এদিকে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই অসন্তোষ দেখা গিয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। কারণ, তাঁদের গ্র্যাচুয়িটি লিমিট বৃদ্ধির বিষয়ে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ইতিবাচক বিষয় সামনে আসেনি।

   

Central Government gave great news for government employees.

এমতাবস্থায়, সমগ্র বিষয়টির পরিপ্রেক্ষিতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে, “গ্র্যাচুয়িটির ঊর্ধ্বসীমা সপ্তম পে কমিশনের সময়ই কেন্দ্রের কর্মীদের ক্ষেত্রে ২০ লক্ষ টাকা এবং রাজ্যের কর্মীদের ক্ষেত্রে ১২ লক্ষ টাকা ধার্য করা হয়। এমন পরিস্থিতিতে এই অতিরিক্ত ১৩ লক্ষ টাকা কেন্দ্রের কর্মীদের জন্য বরাদ্দ করে রাজ্যের কর্মীদেরই বঞ্চনার শিকার হতে হচ্ছে।’’

আরও পড়ুন: ভারতীয় অর্থনীতিতে এবার রকেটের গতি! ৮.২ শতাংশ হারে বেড়েছে GDP

পাশাপাশি, সরকারি কর্মচারীদের যুক্ত কমিটির সাধারণ সম্পাদক তাপস ত্রিপাঠী অভিযোগ করেছেন যে, রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে বঞ্চনা। যেটা এখন বেপরোয়া হয়ে উঠছে। এখন সরকার সাফল্য দাবি করলেও তার কর্মচারীদেরই অক্লান্ত পরিশ্রমকে যোগ্য মূল্য না দিয়ে তাঁদের সাথে বঞ্চনা করছে। সরকার যথাসময়ে এর সঠিক জবাব পাবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারতের খেলা দেখতে গিয়ে উড়বে ঘুম? কত রাতে শুরু হবে ম্যাচ? জেনে নিন এখনই

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই লিমিট বৃদ্ধি করার সিদ্ধান্ত স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। কিন্তু, এবারে গ্র্যাচুয়িটির সীমা বাড়ানোর সাথে সাথেই মহার্ঘ ভাতাও (DA) বৃদ্ধি পেয়েছে। যার ফলে সামগ্রিক দিক থেকে দেখতে গেলে কেন্দ্রীয় সরকারের কর্মীরা পেনশান থেকে শুরু করে অন্যান্য ভাতার ক্ষেত্রেও রাজ্য সরকারি কর্মচারীদের তুলনায় অনেক বেশি সুবিধা পেতে চলেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর