পেট্রোল-ডিজেলের পর এবার রান্নার গ্যাস নিয়ে সুখবর, ২০০ টাকা ভর্তুকি ঘোষণা কেন্দ্রের

বাংলাহান্ট ডেস্ক : লাগামছাড়া মূল্যবৃদ্ধি সব ক্ষেত্রেই। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জ্বালানি গ্যাস এবং তেলের দামও। বাড়িতে রান্নার এলপিজি গ্যাস সিলিণ্ডার কিনতে কার্যতই মাথায় হাত সাধারণ মানু্ষের। একই ছবি পেট্রোল ডিজেলের ক্ষেত্রেও। এহেন পরিস্থিতির মধ্যেই এবার বড়সড় সুখবর শোনালো কেন্দ্র সরকার। এবার উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্যাস সিলিণ্ডার পিছু পাওয়া যাবে ২০০ টাকা অবধি ভর্তুকি।

এদিন রান্নার গ্যাসের সঙ্গে সঙ্গে পেট্রোল ডিজেলের দামও কমিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ একাধিক ট্যুইট করে জানিয়েছেন এই মূল্য হ্রাসের কথাই। সেই ট্যুইটে তিনি ঘোষণা করেন জ্বালানির দামে অন্তঃশুল্ক ছাড় দেওয়ার কথা। এই ছাড়ের ফলে পেট্রোলে প্রতি লিটারে দাম কমবে সাড়ে ৯টাকা। ডিজেলের ক্ষেত্রে এই দাম কমবে লিটার প্রতি ৭টাকা।

নির্মলা সীতারামণ একটি ট্যুইট করে জানান, ‘এই বছর প্রতিটি গ্যাস সিলিণ্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হবে। তবে বছরে ১২টি অবধি সিলিণ্ডার এর ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে এই ভর্তুকি।’ সরকারের এই পদক্ষেপের মাধ্যমে দেশের ৯ কোটিরও বেশি গ্রাহক উপকৃত হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে এর ফলে রাজস্বের উপর প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকার প্রভাব পড়ার কথাও বলেন তিনি।

সেই সঙ্গে, রাজ্য সরকারগুলিকেও একই ভাবে কর কমানোর জন্য আবেদন করেন অর্থমন্ত্রী। বলাই বাহুল্য, কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পর খুশির হাওয়া দেশ জুড়ে। দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ও গ্যাসের আকাশছোঁয়া দামের জেরে নাভিশ্বাস উঠছিল মধ্যবিত্তর। একধাক্কায় তা অনেকখানি কমে যাওয়ায় কার্যতই খুশি দেশবাসী।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর