D.A এর পর কি T.A? শঙ্কার দিন গুনছেন সরকারি কর্মচারীরা

বাংলাহান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার মোদি সরকার জানিয়েছিল আপত কালীন পরিস্থিতিতে আপাতত স্থগিত রাখা হয়েছে মহার্ঘ্য ভাতা (D. A)। যা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ জমছে কর্মচারীদের মধ্যে। পাশাপাশি এবার সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠছে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ট্রান্সপোর্ট আলাউন্স বা T.A ও স্থগিত করে দেওয়া হতে পারে।পরিসংখ্যান বলছে, এক মাসের টি.এ না দিতে হলে সরকারের কোষাগার থেকে প্রায় ৩৫০০ কোটি টাকা কম খরচ হবে। যদিও সরকারের তরফে এখনো এব্যাপারে কিছু জানানো হয় নি।

modi mann ki baat

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার চলতি বছরে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডি এ (D.A) বা মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে। ২০২০ অর্থবছরের প্রথম দিন থেকেই এই হারে ডিয়ারনেস অ্যালোয়েন্স দেওয়া হবে। অর্থাৎ মার্চের বেতন বা পেনশনের সাথেই এবার বর্ধিত ডি এ পাওয়ার কথা ছিল কেন্দ্র সরকারের কর্মচারীদের।

কিন্তু করোনা পরিস্থিতিতে বর্তমানে ক্রমাগত রক্তক্ষরণ হয়ে চলেছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতিতে বর্ধিত ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোদী সরকারের এই সিদ্ধান্ত ৪৯.২৬ লাখ কেন্দ্র সরকারি কর্মী ও ৬১.১৭ লাখ পেনশনভোগীর উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

দিল্লির পথে হেঁটে উত্তর প্রদেশের যোগী সরকার ইতিমধ্যেই জানিয়েছে ২০২০ সালের প্রথমেই যে বর্ধিত মহার্ঘ্য ভাতা দেবার কথা ছিল তা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। উত্তর প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ১৬ লাখ সরকারি কর্মচারী, ৩ লাখ শিক্ষক ও ১২ লাখ পেনশনার প্রভাবিত হবে।


সম্পর্কিত খবর