জঞ্জাল বেচে আয় ৬০০ কোটি! বাতিল কাগজপত্র দিয়েই চন্দ্রযান ৩’র খরচ তুলল সরকার

বাংলাহান্ট ডেস্ক : সরকারি অফিসগুলির বাতিল কাগজপত্র বিক্রি করে সরকারের ঘরে এল ৬০০ কোটি টাকা! সরকারের বিক্রির তালিকায় আছে সরকারি অফিসের কাগজপত্র, ফাইল, খারাপ হয়ে যাওয়ায় গাড়ি ইত্যাদি। কিছুদিন আগেই ভারতীয় মহাকাশ সংস্থা যে চন্দ্রযান করেছিল তাতে খরচ হয়েছিল ৬০০ কোটি টাকা। সেই অভিযানের টাকা এবার কেন্দ্রীয় সরকার জঞ্জাল বিক্রি করেই তুলে ফেলল।

একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই ৬০০ কোটি টাকা আয়ের হিসাব আগস্ট মাস পর্যন্ত। আগামী অক্টোবরের মধ্যে এই আয়ের পরিমাণ ছাড়িয়ে যেতে পারে হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন অফিসে চলছে সাফাই অভিযান। এই ধরনের আরও একটি সাফাই অভিযান চালানো হবে ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত।

আরোও পড়ুন : এবার বাংলায় ঢুকছে পদ্মার ইলিশ, আনন্দে আত্মহারা মাছপ্রেমীরা! কত হবে দাম?

এই অভিযানের প্রধান লক্ষ্যই হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় অফিসে পরিচ্ছন্নতা বৃদ্ধি করা। সরকার বলছে এই ধরনের অভিযান প্রয়োজন সরকারি অফিসের কাজে গতি আনার জন্য। সরকারের পক্ষ থেকে এমন একটি সাফাই অভিযান গত বছর অক্টোবর মাসেও আয়োজন করা হয়েছিল। গত বছর এই সাফাই অভিযান থেকে সরকার আয় করে ৩৭১ কোটি টাকা।

আরোও পড়ুন : ভুলে যান দামি বাসমতির কথা! এবার বাংলার এই নিজস্ব সস্তা চালই করবে বাজার মাত, মানও ভালো

সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে আগামী অক্টোবরের সাফাই অভিযান থেকে ৪০০ কোটি টাকা আয় করার। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের সাফাই অভিযান প্রথমবারের জন্য শুরু হয় ২০২১ সালে। এই সাফাই অভিযান করে সরকারের ঘরে এসেছিল ৬১ কোটি টাকা। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আলমারি থেকে অপ্রয়োজনীয় কাগজপত্র-ফাইল পরিষ্কার করা, বাজেয়াপ্ত গাড়ি নিলামে চড়ানো ইত্যাদি এই অভিযানের একটি অংশ।

mixed paper scrap 500x500

একটি হিসাব অনুযায়ী, এখনো পর্যন্ত এই অভিযানে সরকারি প্রতিষ্ঠান থেকে সরানো হয়েছে ৩১ লক্ষ অপ্রয়োজনীয় ফাইল। এর ফলে গত দু’বছরে খালি হয়েছে সরকারের ১৮৫ লক্ষ বর্গফুট জায়গা। এই বছরের সাফাই অভিযানে সরকার পরিষ্কার করেছে ১.০১ লক্ষ অফিস। পরবর্তী দফায় দেড় লক্ষ অফিস পরিষ্কার করা হবে বলে জানা গেছে। সবকটি দপ্তর এই অভিযানে অংশ নেবে বলে জানা গেছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর