নবান্নের আবেদন মেনে নিল কেন্দ্র! মুখ্যসচিব পদে বিপি গোপালিকার মেয়াদ বৃদ্ধি, কতদিন বাড়ানো হল?

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পথে। বাংলায় আর মাত্র এক দফার ভোট রয়েছে। আগামী ১ জুন সপ্তম দফার নির্বাচন হলেও ভোটগ্রহণ পর্ব শেষ হবে। এর মাঝেই সামনে এল বড় খবর। রাজ্যের মুখ্যসচিব পদে ভগবতীপ্রসাদ গোপালিকার মেয়াদবৃদ্ধি করা হল। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকেই গত ফেব্রুয়ারি মাসে এই আবেদন করা হয়েছিল। সেই আবেদন মেনে নিল কেন্দ্র (Central Government)।

সপ্তাহের শুরুতেই দিল্লির নর্থ ব্লকের ‘কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন এবং প্রশিক্ষণ মন্ত্রক’এর আন্ডার সেক্রেটারি কবিতা চৌহান এই সম্বন্ধিত চিঠি নবান্নে পাঠিয়েছেন। সেখানে জানানো হয়েছে, রাজ্যের আর্জি মেনে আগামী তিন মাসের জন্য বিপি গোপালিকার (BP Gopalika) কর্মজীবনের মেয়াদ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩১ জুন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary of West Bengal) পদ থেকে বিপি গোপালিকার অবসর নেওয়ার কথা ছিল। এদিকে বাংলায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হচ্ছে ১ জুন। নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ৪ জুন। এমতাবস্থার মুখ্যসচিবের মতো এত জরুরি একটি পদে নতুন কাউকে বসানো ঠিক হবে না বলে মনে করেছিল রাজ্য। সেই কারণে গত ২৬ ফেব্রুয়ারি তাঁর মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয় কেন্দ্রের কাছে। এবার সেই আবেদনই মেনে নেওয়া হল।

আরও পড়ুনঃ ১ জুন বিরাট ‘কাণ্ড’ ঘটাতে চলেছে INDIA জোট, তোলপাড়!

আজ নর্থ ব্লকের ‘কর্মীবর্গ, জন অভিযোগ, পেনশন এবং প্রশিক্ষণ মন্ত্রক’এর তরফ থেকে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘রাজ্যের প্রস্তাব মেনে মুখ্যসচিব বিপি গোপালিকার কর্মজীবনের মেয়াদ আগামী ৩১ আগস্ট অবধি বাড়ানো হয়েছে’।

BP Gopalika

উল্লেখ্য, রাজ্যের প্রস্তাব মতো মুখ্যসচিব পদে বদল না আনা হলেও, ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি পদে বদল এনেছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় অস্থায়ী ডিজি পদে প্রথমে বিবেক সহায়কে বসানো হয়। কিন্তু এরপর তাঁকেও সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। নির্বাচনের মাঝেই তাঁর রিটায়ারমেন্টের দিন হওয়ায় বিবেকের পরিবর্তে সঞ্জয় মুখোপাধ্যায়কে এই পদে আসীন করা হয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর