বাংলা হান্ট ডেস্ক : ভোটের মুখে ফের এক ধামাকা করল কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রত্যাশা মতই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বাড়ালো কেন্দ্র। নির্বাচনের ঠিক পূর্বে বড়সড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। অর্থাৎ এবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ভাতার পরিমাণ হল ৫০ শতাংশ। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই কার্যকর হবে এই ভাতা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের বড়দিনে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তারপরই রাজ্য এবং কেন্দ্রের মহার্ঘ্য ভাতার ফারাক হয় ৩৬ শতাংশ। তবে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর ফের একবার সেই ফারাক বেড়ে দাঁড়ালো ৪০ শতাংশ।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান কর্মীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্যেও ডিয়ারনেস রিলিফ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সাথে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’ও (HRA) বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। ভোটের মুখে কেন্দ্রের এই ঘোষণা যে মাস্টারস্ট্রোক হতে চলেছে সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন : TMC-র নারী দিবসের মিছিলের ‘পোস্টার বয়’ বধূ নির্যাতনে অভিযুক্ত নেতা! ‘মুকুট’ প্রসঙ্গে কটাক্ষ বিরোধীদের
এখানে বলে রাখা ভালো এতদিন বেসিক বেতনের ৪৬ শতাংশ ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। কেন্দ্রের এই ঘোষণার পর সেই ভাতা বেড়ে দাঁড়ালো ৫০ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, মোদী সরকারের এই ঘোষণার পর লাভবান হবেন প্রায় ৪৯ লক্ষ ১৮ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭ লক্ষ ৯৫ হাজার পেনশনভোগী। এই টাকা মেটাতে কেন্দ্রকে খরচ করতে হবে প্রায় ৯,৪০০ কোটি টাকা।