সরকারি কর্মীদের জন্য সামনে নয়া আপডেট! বিরাট ইঙ্গিত দিল সরকার

বাংলা হান্ট ডেস্কঃ এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে অনেক প্রত্যাশা ছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের। সকলেই আশা করেছিলেন এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন বেতন কমিশনের জন্য হয়তো নতুন কোনো দিশা দেখবেন। যার ফলে কোটি কোটি কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামোয় সংশোধন আসার সম্ভাবনা তৈরী হয়েছিল।

অষ্টম বেতন কমিশন নিয়ে বিরাট ইঙ্গিত দিল সরকার (Central Government)

প্রসঙ্গত শনিবার কেন্দ্রীয় বাজেট অধিবেশনের আগে গত মাসেই অষ্টম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতনের কাঠামোয় সংশোধন আনতে আগেই অষ্টম বেতন কমিশন চালু করার অনুমোদন দিয়ে দিয়েছিল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেছিলেন আগেই। তবে অনুমোদন মিললেও ঠিক কবে থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে, সেই দিনক্ষণ জানা যায়নি এতদিন।

সেসময় অষ্টম বেতন কমিশন গঠন করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে জানানো হয়েছিল যে প্যানেল সদস্যদের শীঘ্রই নিয়োগ করা হবে। আশা করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকেই ২ সদস্য এবং একজন চেয়ারম্যান সহ এই প্যানেলটি কেন্দ্রকে তাদের সুপারিশ দেবে। জানা যাচ্ছে বর্তমানে যে সপ্তম বেতন কমিশন লাগু রয়েছে তার মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। তাপরেই জল্পনা শুরু হয়েছে নতুন বেতন কমিশনের  প্যানেলের মেয়াদ শুরু হতে পারে আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।

আরও পড়ুন:  অতীতের ধাক্কা থেকে চরম শিক্ষা! এবার বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

জানা যাচ্ছে ২০২৫-২৬-এর কেন্দ্রীয় বাজেটে অষ্টমবেতন কমিশন সম্পর্কিত ব্যয়ের জন্য কোনও হিসাব দেওয়া হয়নি, কারণ বেতন প্যানেলের প্রতিবেদন চূড়ান্ত এবং অনুমোদিত হতে কমপক্ষে এক বছর সময় লেগে যাবে। ব্যয় সচিব মনোজ গোভিল একটি বার্তায় এমনটাই জানিয়েছেন। রিপোর্ট বলছে,অর্থ মন্ত্রক কমিশনের শর্তাবলী সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রনালয় এবং কর্মী ও প্রশিক্ষণ বিভাগের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চেয়ে পাঠিয়েছে। যার জন্য কমিশনের কাজ শুরু করার আগে আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে।

Will Government employees receive Dearness Allowance DA arrear latest update

অতীতে দেখা গিয়েছে, বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিতে এক বছরের বেশি সময় নেয়। উদাহরণ হিসাবে বলা যায় সপ্তম বেতন কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে এবং সরকারের কাছে জমা দিতে ১৮ মাসেরও বেশি সময় লেগেছিল। বিশেষজ্ঞ মহলের মতে যেহেতু এবারের বাজেটেও অষ্টম বেতন কমিশনের কোনও উল্লেখ করা হল না, তাই কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের আপাতত আগামী অর্থ বর্ষের নতুন বেতন প্যানেলের সুপারিশগুলির জন্য অপেক্ষা করতে হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর