বাংলা হান্ট ডেস্কঃ মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ওঠায় দায় হয়ে দাঁড়াচ্ছে। চাল-ডাল, ডিম থেকে শাক-সবজি, রান্নার তেল থেকে রান্নার গ্যাস সবেরই দামে আকাশছোঁয়া। এরই মাঝে মিড–ডে মিলের (Mid day Meal) বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। জানিয়ে রাখি, প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ৩৯ পয়সা এবং উচ্চ প্রাথমিক মাথাপিছু ৮৮ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ।
মিড–ডে মিলের বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত-Mid day Meal
উল্লেখ্য, মিড ডে মিলের ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার আর বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। এর আগে গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। ফের ৬ মাসের মধ্যে বড় সিদ্ধান্ত? সূত্রের খবর, মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নভেম্বরের আগে ২০২২ সালে মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র। তারপর থেকে দু’বছর পর গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়। এবার ৫ মাসের মধ্যেই ফের একবার বাড়ল বরাদ্দ। জানিয়ে রাখি, এত দিন প্রাথমিকে মিড ডে মিলের ক্ষেত্রে উপাদান খরচ বরাদ্দ ছিল ৬ টাকা ১৯ পয়সা। এ বার তা বেড়ে ৬ টাকা ৭৮ পয়সা হল।
অন্য দিকে উচ্চ প্রাথমিকে উপাদান খরচ বরাদ্দ ৯ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে হলো ১০ টাকা ১৭ পয়সা। শিক্ষামহলের একাংশের দাবি, এই বর্ধিত অর্থ সঠিক ভাবে ব্যবহার করা গেলে পড়ুয়াদের খাবারের শ্রীবৃদ্ধি কিছুটা হলেও সম্ভব।
আরও পড়ুন: টানা সাতদিন বৃষ্টি চলবে বাংলায়, আজ উঠবে কালবৈশাখী ঝড়ও: আবহাওয়ার খবর
উল্লেখ্য, বাল ভাটিকা অর্থাৎ প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরে শস্য কেনা হয় ২০ গ্রাম। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে তা ৩০ গ্রাম। প্রাক প্রাথমিকে সবজি কেনা হয় ৫০ গ্রাম ও উচ্চ প্রাথমিকে ৭৫ গ্রাম। তেল কেনা হয় যথাক্রমে ৫ গ্রাম ও ৭.৫ গ্রাম। অন্যান্য মশলাপাতি ও জ্বালানি প্রয়োজন মতো ব্যবহার করা হয়।