এক্কেবারে ফ্রি! ১৫ আগস্ট উপলক্ষে মিলবে কেন্দ্রের সার্টিফিকেট! না নিলেই বিগ লস! কিভাবে পাবেন?

বাংলাহান্ট ডেস্ক : লক্ষ লক্ষ সাহসী আত্মার বলিদানে এসেছে ভারতের স্বাধীনতা। ২৫০ বছরের ইংরেজ শাসনের অবসান ঘটানোর পিছনে রয়েছে ক্ষুদিরাম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বীর বিপ্লবীদের সংগ্রাম। লাখো মানুষের আত্মত্যাগের মাধ্যমে ১৯৪৭ সালের ১৫ আগস্ট আসে স্বাধীনতা (Independence Day)।

স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে সার্টিফিকেট প্রদান

গোটা দেশ জুড়ে প্রতি বছরই শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালিত হয় স্বাধীনতা দিবস (Independence Day)। স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকার নিয়ে থাকে একাধিক উদ্যোগ। চলতি বছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও অভিনব উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)।

আরোও পড়ুন : মালামাল হবেন এক বছরেই! এইসব ব্যবসাতেই কপাল খুলবে মহিলাদের, একবার শুরু করেই দেখুন!

সরকারের (Central Government) উদ্যোগে প্রত্যেক ভারতবাসীর জন্য নিয়ে আসা হয়েছে বিশেষ সার্টিফিকেট। সম্পূর্ণ বিনামূল্যে এই সার্টিফিকেট পেতে পারেন আপনিও। মাত্র ১ মিনিটে আপনার স্মার্টফোনের মাধ্যমে এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করবেন কীভাবে?

আরোও পড়ুন : ভুলে যান পুরনো নিয়ম! এই কাজটি করলেই বাজিমাত! খুব তাড়াতাড়ি মিলবে SIP’র রিটার্ন

এই সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রথমে ভিজিট করতে হবে harghartiranga.com-এ। এরপর ক্লিক করতে হবে Take Pledge অপশনে। তারপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে যেখানে বিস্তারিত বলা রয়েছে কীভাবে এই সার্টিফিকেট ডাউনলোড করবেন সেই ব্যাপারে।

সেখানে আবার Take Pledge অপশনে ক্লিক করতে হবে। তারপর নতুন পেজ খুললে ইনপুট করতে হবে নাম, মোবাইল নাম্বার, রাজ্যের নাম। এরপর আপলোড করতে হবে আপনার একটি ছবি। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করলেই স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে।

Nadia Independence Day

আপাতদৃষ্টিতে এই সার্টিফিকেট বিশেষ কোনো কাজে লাগবে না। তবে স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে প্রত্যেক ভারতবাসীর কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্য পালনের প্রতীক হিসাবে এই সার্টিফিকেট। একজন সচেতন নাগরিক হিসাবে নিজেদের কর্তব্য পালন করার শপথ হিসাবে এই সার্টিফিকেট মূলত দিয়ে থাকে সরকার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর