বাংলাহান্ট ডেস্ক : জেলিংহাম, জমি রক্ষার লড়াইয়ে এক সময় সমগ্র বাংলা তো বটেই, গোটা দেশে চর্চায় উঠে এসেছিল নামটা। নন্দীগ্রামের (Nandigram) এই এলাকাতেই একসময় গড়ে ওঠার কথা ছিল একটি জাহাজ নির্মাণ প্রকল্পের। কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে, বাস্তব আর হয়নি। অবশেষে এবার জেলিংহামকে নতুন করে স্বপ্ন দেখাল কেন্দ্রীয় সরকার। ২০০০ কোটি টাকার জাহাজ নির্মাণ কেন্দ্র গড়ে উঠবে জেলিংহামে। থমকে যাওয়া চাকা ফের ঘুরবে। বিপুল কর্মসংস্থানের আশ্বাস দিয়ে নতুন করে আশা জাগিয়ে তুলেছে কেন্দ্র।
নন্দীগ্রামের (Nandigram) জেলিংহামে জাহাজ নির্মাণ কেন্দ্র
‘আত্মনির্ভর ভারত’ এর অধীনে তৈরি হতে চলেছে এই বিশেষ প্রকল্প। সম্প্রতি লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই প্রকল্পের কথা জানিয়েছেন। তিনি জানান, জেলিংহামে (Nandigram) ৫,৬৫,৮৪৮ বর্গমিটার জায়গা জুড়ে তৈরি হতে চলেছে এই জাহাজ নির্মাণ কেন্দ্র। অত্যাধুনিক জাহাজ নির্মাণ এবং মেরামতের এই কেন্দ্রের জন্য ২০০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিজেপি পশ্চিমবঙ্গের তরফে এক্স হ্যান্ডেলে এই প্রকল্পের কথা ঘোষণা করে রাজ্যে কর্মসংস্থানের নয়া দিশা খুলে যাওয়ার দাবি করা হয়েছে।
ধাপে ধাপে হবে প্রকল্প: যেমনটা জানা যাচ্ছে, কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে তৈরি হচ্ছে এই প্রকল্পটি। দুটি ধাপে গড়ে উঠবে প্রকল্পটি। প্রথম ধাপে টাগ, ড্রেজার, অভ্যন্তরীণ ছোট জাহাজ তৈরির উপরেই বেশি জোর দেওয়া হবে। এরপর দ্বিতীয় ধাপে বড় জলযান নির্মাণ হবে এই প্রকল্পে। বৃহত্তর প্যানাম্যাক্স জাহাজ নির্মাণের হাত ধরে দেশে জাহাজ নির্মাণের ক্ষমতা এবং উন্নতি আরো ত্বরান্বিত হবে বলে জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে।
আরো পড়ুন : শেষে কিনা গল্প “চুরি” করে অস্কারে! কিরণের ‘লাপাতা লেডিজ’ নিয়ে সরব ‘বুরখা সিটি’র পরিচালক
শিল্পে জোয়ার আসার সম্ভাবনা: বিজেপির তরফে আরো বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প রাজ্যে শিল্পোন্নয়নকে ত্বরান্বিত করবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে অন্যতম সামুদ্রিক বাণিজ্য তথা জাহাজ নির্মাণ কেন্দ্র (Nandigram) হিসেবে মাথা তুলে দাঁড়াবে বলেও দাবি করা হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি রাজ্যে শিল্পোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানেও জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বেসরকারি খাতের বিনিয়োগও থাকছে এই প্রকল্পে।
আরো পড়ুন : শিব সেনাকে চটিয়ে বিপাকে, FIR খারিজের আবেদন নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ কুণাল কামরা
প্রসঙ্গত, একসময় জাহাজ নির্মাণ শিল্প গড়ে ওঠার কথা থাকলেও পরবর্তীতে জমি রক্ষার রক্তক্ষয়ী সংগ্রামের জন্য পরিচিত হয়ে ওঠে নন্দীগ্রামের (Nandigram) জেলিংহাম। এত বছর পর অবশেষে কেন্দ্রের উদ্যোগে আবারও গমগম করে উঠতে চলেছে এই এলাকা। শিল্প এবং কর্মসংস্থানের দিকেই এখন তাকিয়ে জেলিংহাম বাসী।