বাংলাহান্ট ডেস্ক: হিমাচল প্রদেশের পর এবার কেন্দ্রীয় সরকার। কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat) বিশেষ ‘Y’ ক্যাটেগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এমনটাই। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (amit shah) এর জন্য ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা।
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, কঙ্গনা রানাওয়াতের জন্য বিশেষ ‘Y’ লেভেল নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। ৯ সেপ্টেম্বর মুম্বইতে পা রাখছেন কঙ্গনা। তার জন্যই নিরাপত্তার এত তোড়জোড়।
Centre approves ‘Y’ level security for actor #KanganaRanaut: Sources pic.twitter.com/YKmHKGE3mZ
— ANI (@ANI) September 7, 2020
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদও জানিয়েছেন কঙ্গনা। টুইটে তিনি লেখেন, ‘এতে প্রমাণ হল কোনও ফ্যাসিবাদী এবার দেশভক্তের কণ্ঠরোধ করতে পারবে না। আমি অমিত শাহজির প্রতি কৃতজ্ঞ। উনি চাইলে এই পরিস্থিতিতে কিছুদিন পর আমাকে মুম্বই আসতে বলতেন। কিন্তু উনি ভারতের এক মেয়ের কথার মান রেখেছেন। আমার আত্মাভিমানের গুরুত্ব দিয়েছেন। জয় হিন্দ।’
ये प्रमाण है की अब किसी देशभक्त आवाज़ को कोई फ़ासीवादी नहीं कुचल सकेगा,मैं @AmitShah जी की आभारी हूँ वो चाहते तो हालातों के चलते मुझे कुछ दिन बाद मुंबई जाने की सलाह देते मगर उन्होंने भारत की एक बेटी के वचनों का मान रखा, हमारे स्वाभिमान और आत्मसम्मान की लाज रखी, जय हिंद 🙏 https://t.co/VSbZMG66LT
— Kangana Ranaut (@KanganaTeam) September 7, 2020
এর আগে জানা গিয়েছিল, হিমাচল প্রদেশের (himachal pradesh) সরকার সুরক্ষা (protection) দেবে কঙ্গনা রানাওয়াতকে (kangana ranawat)। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (jairam thakur) নিজে রাজ্যের ডিজিপিকে এমন নির্দেশ দিয়েছেন। কিছুদিন আগেই নিজেই সুরক্ষার জন্য হিমাচল প্রদেশ সরকারের কাছে আবেদন করেছিলেন অভিনেত্রী।
রবিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, এই মর্মে রাজ্য ডিজিপির কাছে একটি চিঠিও দিয়েছেন কঙ্গনার বাবা। এমনকি অভিনেত্রীর দিদিও ফোন করেছিলেন তাঁকে। ৯ সেপ্টেম্বর মুম্বই আসার কথা রয়েছে কঙ্গনার। ততদিন তাঁকে সুরক্ষা দেওয়ার কথা ভাবছে হিমাচল প্রদেশ সরকার, এমনটাই জানান মুখ্যমন্ত্রী।
মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনার বিরাগভাজন হয়েছেন কঙ্গনা। এই নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর তর্ক বিতর্ক লেগেই রয়েছে। কঙ্গনার কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে সঞ্জয় রাউত ANI কে বলেন, “উনি যদি মহারাষ্ট্রের কাছে ক্ষমা চান তাহলে আমি ভেবে দেখব। মুম্বইকে উনি মিনি পাকিস্তান বলেছেন, আহমেদাবাদের সম্পর্কেও এমনটাই বলার সাহস আছে তো ওঁর?”
পালটা তোপ দেগে কঙ্গনা বলেছেন, শিব সেনা বলেছে তাঁকে খুন করবে। তারা চাইলে তা করতেই পারে। কিন্তু ৯ সেপ্টেম্বরেই মুম্বই আসছেন তিনি। যার ক্ষমতা আছে তাঁকে আটকে দেখাক।