বাংলাহান্ট ডেস্ক : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh) এর স্মৃতিসৌধ নিয়ে অব্যাহত রয়েছে তরজা। শেষকৃত্য এবং স্মৃতিসৌধ নিয়ে বিতর্কে জড়িয়েছিল কংগ্রেস এবং বিজেপি। এর মাঝেই জানা গেল, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য নাকি একাধিক এলাকা চিহ্নিত করা হয়েছে মোদী সরকারের তরফে। মনমোহন সিং (Manmohan Singh) এর পরিবারের কাছেও পাঠানো হয়েছে স্থানগুলি।
মনমোহন সিং (Manmohan Singh) এর স্মৃতিসৌধের জন্য জমি চিহ্নিতকরণ কেন্দ্রের
উল্লেখ্য, মনমোহন সিং (Manmohan Singh) এর মৃত্যুর পর বিবাদে জড়িয়েছিল কেন্দ্র এবং বিরোধী দল। কংগ্রেসের তরফে অভিযোগ উঠেছিল, অন্য প্রাক্তন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রনেতাদের মতো স্মৃতিসৌধের জন্য নির্দিষ্ট করা জায়গায় মনমোহনের (Manmohan Singh) শেষকৃত্য হয়নি। বরং নিগমবোধ ঘাট শ্মশানে শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর।
কোথায় কোথায় চিহ্নিত হয়েছে জমি: তবে কংগ্রেসের তরফে অভিযোগ উঠলেও সরকারি সূত্রে জানা গিয়েছে, মনমোহন সিং (Manmohan Singh) এর স্মৃতিসৌধ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একাধিক এলাকাও চিহ্নিত করা হয়েছে। যমুনা নদীর ধারে রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি স্থল এবং কিসান ঘাটে এক থেকে দেড় একরের মতো তিনটি স্থান চিহ্নিত করা হয়েছে বলে খবর। নগরোন্নয়ন আধিকারিকরা জমি চিহ্নিত করেছে। তারপর মনমোহন সিং (Manmohan Singh) এর পরিবারের কাছে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে।
আরো পড়ুন – শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন রাহুল, নায়ক মিলছে না দিতিপ্রিয়ার! থমকে মেগার শুটিং
বিবাদে জড়ায় কংগ্রেস বিজেপি: শোনা যাচ্ছে, রাজঘাটের কাছে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধীর স্মৃতিসৌধের কাছেই মনমোহন সিং (Manmohan Singh) এর স্মৃতিসৌধ তৈরি হতে পারে। উল্লেখ্য, স্মৃতিসৌধ বিতর্ক নিয়ে কংগ্রেসের অভিযোগের পর বিজেপির তরফে পালটা বলা হয়েছিল, মনমোহন সিং এর জীবিতাবস্থায় কংগ্রেসই তাঁর অসম্মান করেছিল।
আরো পড়ুন – দেশের এই ৪ রাজ্যে ঘটেছে সবথেকে বেশি সড়ক দুর্ঘটনা! রিপোর্ট পেশ করলেন ক্ষুব্ধ গড়করি
এদিকে কংগ্রেসের তরফে মনে হচ্ছে, আসন্ন প্রজাতন্ত্র দিবসের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা করতে পারে বিজেপি। তারা দাবি করতে পারে, কংগ্রেস যোগ্য সম্মান না দিতে পারলেও মোদী সরকার মনমোহন সিং কে সেই সম্মান দিচ্ছে। তাই আগেভাগে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা বিধানসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্য ভারতরত্নের দাবিতে প্রস্তাব পাশ করা হয়েছে। তবে এ বিষয়ে কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় স্তর থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও জানিয়েছে দলের নেতারা।