শিক্ষাক্ষেত্রে আরও এগোবে ভারত! শুরু “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” স্কিম, ১.৮ কোটি পড়ুয়া হবে লাভবান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” (One Nation One Subscription) নামে একটি বিশেষ উদ্যোগ শুরু করা হয়েছে কেন্দ্রের তরফে। এর মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে বিশ্বের শীর্ষ জার্নালে প্রকাশিত রিসার্চ পেপার্স প্রায় ১.৮ কোটি পড়ুয়া অ্যাক্সেস করতে পারবে। সরকারি অনুদানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং IIT থেকে শুরু করে সমগ্র দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৫ থেকে এই সুবিধা পাবেন।

শুরু “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” (One Nation One Subscription) স্কিম:

বিনামূল্যে ১৩ হাজারেরও বেশি জার্নালে অ্যাক্সেস: এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা এ. কে. সুদ গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেন। তিনি সেখানে জানান, “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” (One Nation One Subscription) প্রকল্পের প্রথম পর্যায়ে, বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, গণিত, ম্যানেজমেন্ট, সামাজিক বিজ্ঞান এবং মানবিক বিষয়ে ১৩,৪০০ টিরও বেশি আন্তর্জাতিক জার্নাল গবেষকদের জন্য উপলব্ধ করা হবে।

তিনি আরও জানান যে, এই উদ্যোগের মাধ্যমে, ৪৫১ টি স্টেট পাবলিক ইউনিভার্সিটি, ৪,৮৬৪ টি কলেজ এবং ১৭২ টি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, ৬,৩৮০ টি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকবে। যারা এলসেভিয়ার, স্প্রিংগার নেচার এবং উইলি সহ ৩০ টি প্রকাশকের দ্বারা প্রকাশিত শীর্ষ জার্নালে অ্যাক্সেস পাবে।

আরও পড়ুন: জটিল হচ্ছে পরিস্থিতি! চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন নাটক পাকিস্তানের! ICC-র সামনে রাখা হল বিরাট শর্ত

পৃথক পৃথক সাবস্ক্রিপশন শেষ হবে: এদিকে, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব অভয় কারাদিকার বলেন, “আগে, IIT (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির মতো প্রতিষ্ঠানগুলি নির্দিষ্ট বিষয়গুলির সাথে সম্পর্কিত জার্নালগুলির জন্য একটি ছোট গ্রুপের সাবস্ক্রিপশন নিত। কিন্তু ‘ওয়ান নেশন, ওয়ান মেম্বারশিপ’-এর অধীনে সব প্রতিষ্ঠান ১৩,৪০০ টি গবেষণা জার্নালে অ্যাক্সেস পাবে।” তিনি বলেন যে “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” (One Nation One Subscription) উদ্যোগটি আগামী ১ জানুয়ারি চালু করা হবে এবং এর অধীনে শিক্ষার্থীরা আগামী তিন বছরের জন্য শীর্ষস্থানীয় ম্যাগাজিনগুলিতে অ্যাক্সেস পাবেন।

আরও পড়ুন: তৃতীয় টেস্টেই বাজিমাত করবে টিম ইন্ডিয়া! শুরু বিশেষ প্রস্তুতি, সামনে এল বিরাট আপডেট

এদিকে, “ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন” (One Nation One Subscription)-এর দ্বিতীয় পর্যায়ের অধীনে, সরকার একটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে এই উদ্যোগ প্রসারিত করার পরিকল্পনা করেছে। তৃতীয় পর্যায়ে, পাবলিক লাইব্রেরিতে নির্ধারিত অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আন্তর্জাতিক জার্নালগুলিতে সর্বজনীন প্রবেশাধিকার প্রদান করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগটি ৩ বছরের জন্য ৬,০০০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সেক্টর স্কিম হিসেবে চালু করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর