উজ্জ্বলা ২.০ যোজনায় বিনামূল্যে রান্নার গ্যাস পেতে মানতে হবে এই শর্ত, রইল বিস্তারিত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের সবচেয়ে আলোচিত যোজনা গুলির মধ্যে একটি হল ‘উজ্জ্বলা গ্যাস যোজনা’। এই উজ্জ্বলা গ্যাস যোজনার মাধ্যমে বিনামূল্যে বহু পরিবারকে গ্যাস-সংযোগ দিয়েছে কেন্দ্র। যার জেরে কাঠের উনুনের ধোঁয়া থেকে মুক্তি পেয়েছেন অনেকেই। প্রথম পর্যায়ে এই যোজনা দ্বারা পশ্চিমবঙ্গে উপকৃত হয়েছেন ৮.৮০ মিলিয়ন মানুষ। উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি মানুষ উপকার পেয়েছেন যার পরিমাণ প্রায় ১৪.৬০ মিলিয়ান।

বলাই বাহুল্য গ্রামাঞ্চলে ব্যাপকভাবে পৌঁছে গিয়েছে সরকারের এই প্রকল্পটি। মঙ্গলবার উত্তরপ্রদেশের মহোবা জেলায় এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা করা হয়। প্রধানমন্ত্রী মোদী এদিন বেশকিছু লাভার্থীর সঙ্গে কথাও বলেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্বিতীয় পর্যায়ের ঠিকানার বিষয়টি অনেক বেশি সহজ করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে। এক্ষেত্রে তাদের রেশন কার্ড বা ভোটার আইডি কার্ড জমা দিতে হবে না। কেবলমাত্র ঘোষণাপত্র দিলেই চলবে। প্রধানমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকদের সততার উপর কেন্দ্রের পুরোপুরি ভরসা আছে। গ্যাসের সংযোগ পাওয়ার জন্য ঠিকানার প্রমাণস্বরূপ শুধুমাত্র ঘোষণাপত্র দিতে হবে।”

কারা কারা পাবেন এই সুবিধাঃ

★ সরকার তরফে জানানো হয়েছে প্রথম পর্যায়ে যারা কানেকশন পাননি, এই সমস্ত মানুষ সহ মোট ১ কোটি মানুষকে নতুন করে কানেকশন দেওয়া হবে।

★ আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে এবং বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে।

★পরিবারের কারও নামে গ্যাসের কানেকশন থাকলে চলবে না।

modi lpg

 

কি কি সুবিধা পাবেন দ্বিতীয় পর্যায়েঃ

রান্নার উনুন এবং প্রথমবারের গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ গ্যাস ভরতে কোন টাকা লাগবে না। এক্ষেত্রে পেটিএম অ্যাপের মাধ্যমেও ‘FIRSTLPG’ প্রোমো কোড ব্যবহার করে এই সুবিধা পেতে পারেন গ্রাহকরা।


Abhirup Das

সম্পর্কিত খবর