বাংলা হান্ট ডেস্কঃ ১০০ দিনের কাজের (100 days Work) বকেয়া টাকা নিয়ে বহুদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আসছে তৃণমূল (Trinamool Congress)। বাংলার শাসকদলের সমস্ত নেতা-মন্ত্রীদের মুখে হরদম শোনা যায় এই ইস্যু। সম্প্রতি বাংলার মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় করতে আন্দোলনে নেমেছিল তৃণমূল। তবে এরই মধ্যে শোনা যাচ্ছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা এবার ছাড়তে পারে কেন্দ্র (central Government)।
প্রসঙ্গত, গত অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ ১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লিতে (Delhi) ধরনা কর্মসূচি করে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় না গেলেও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে জোরদার আন্দোলন। উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মাটি।
তবে শুধু দিল্লিতেই নয়, ২ দিনের কর্মসূচী শেষে বাংলায় ফিরেও রাজভবনের সামনেও চলে ধর্না। অভিষেকের নেতৃত্বে দলে দলে তৃণমূল নেতৃত্ব শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলেন। এরপর কোনওক্রমে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও দেখা করেন তারা। তারপরই তড়িঘড়ি পদক্ষেপ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আরও পড়ুন: দেশ-বিদেশে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট! TMC সাংসদ মহুয়া মৈত্রর মোট সম্পত্তির পরিমাণ চমকে দেবে
খুবই দ্রুততার সঙ্গে গোটা বিষয়টি তিনি ওপরমহলে জানান। কেন্দ্রীয় গ্রাম-উন্নয়ন ও পঞ্চায়েতি রাজ দফতরের মন্ত্রী গিরিরাজ সিংহও পরে এই বিষয়ে হস্তক্ষেপ করেন। যদিও সেই সময় তৃণমূলের উপরই পাল্টা আঙ্গুল তুলেছিলেন তিনি। তবে সেই ঘটনার কিছুদিন কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা দিতে চলেছে কেন্দ্র।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিষয়টিতে রাজ্যপাল বোসের হস্তক্ষেপের পরেই খুলতে চলেছে জট। তবে কেন্দ্র সরকার তরফে কবে এই টাকা ছাড়া হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তাহলে কী অভিষেকের নেতৃত্বে আন্দোলনেই হল ‘অসাধ্য সাধন’? যদিও সূত্র বলছে রাজ্যপাল বোসেই হয়েছে কাজ।