‘রেশন কার্ড’ ছাড়াই মিলবে Ration! কিভাবে সম্ভব? অবিশ্বাস্য পদক্ষেপ নিল Central Government

বাংলাহান্ট ডেস্ক : ভারতের সাধারণ নাগরিকদের কাছে রেশন প্রকল্পের গুরুত্ব অপরিসীম। রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্ন যোগায় সরকার (Central Government)। রেশন ব্যবস্থায় ভারতীয়রা কতটা পরিমাণ নির্ভরশীল তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এবার রেশন কার্ড (Ration Card) নিয়ে নিয়ম বদল করতে চলেছে সরকার। রেশন নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সেই সিদ্ধান্তের ফলাফল আপনার উপর কী প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নিই।

কেন্দ্রীয় সরকারের (Central Government) অভিনব পদক্ষেপ

• কার্ড ছাড়া রেশন : আমরা সাধারণত জানি রেশন তোলার জন্য প্রয়োজন হয় রেশন কার্ডের।  তবে রেশন ডিপোতে গিয়ে রেশন কার্ডের বদলে আপনারা ব্যবহার করতে পারেন মেরা রেশন 2.0 অ্যাপ। কার্ডের বদলে এই অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করে প্রদান করা হবে খাদ্যদ্রব্য।

Central Government free ration to poor nfsa 1671857436006 1671857436256 1671857436256

কেন্দ্রীয় সরকার (Central Government) ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে বিগত কয়েক বছরে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে। সেই উদ্যোগগুলির অন্যতম মেরা রেশন 2.0 অ্যাপ (Mera Ration 2.0)। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন মেরা রেশন 2.0 অ্যাপ। অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করলে আপনার কাছে চাওয়া হবে আধার নম্বর।

আরোও পড়ুন : চিকিৎসক নিয়ে মন্তব্য! ‘সত্যি’ বলে বিরোধীদের কটাক্ষের মুখে তৃণমূলনেত্রী রচনা

আধার নম্বর প্রদানের পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসবে ওটিপি। সেই ওটিপি দিয়ে লগইন করে নিতে হবে অ্যাপে। লগইন হয়ে গেলে আপনি আপনার রেশন কার্ডটি দেখতে পাবেন। এই ডিজিটাল রেশন কার্ড দেখিয়েই আপনি ডিপো থেকে তুলতে পারেন রেশনের খাদ্য সামগ্রী। ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরো ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকার এই অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

no more card required to get ration government rules have changed 1024x576 1

 

রেশনিং (Rationing) ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কার্যকরী ভূমিকা লাভ করবে। অনেক সময় রেশন কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে হয় উপভোক্তাকে। তবে এই ডিজিটাল রেশন কার্ড হারিয়ে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। শুধুমাত্র মোবাইলের একটা ক্লিকেই তোলা যাবে রেশনের খাদ্য সামগ্রী।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর