হাতে আসবে ১৫ হাজার! দুর্দান্ত স্কিম নিয়ে হাজির কেন্দ্রীয় সরকার, উপকৃত হবেন আমজনতা

বাংলাহান্ট ডেস্ক : একটি নতুন প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার মহিলাদের আত্মনির্ভর করতে কাজ করে চলেছে ক্রমাগত। সম্প্রতি কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সুবিধা প্রদানের মাধ্যমে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বকর্মা যোজনার প্রকল্পের অন্তর্ভুক্ত Free Sewing Machine প্রদান। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন কেনার জন্য আর্থিক সাহায্য করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হচ্ছে আর্থিকভাবে অনগ্রসর এবং পিছিয়ে পড়া মহিলাদের।

আরোও পড়ুন : ফোন করেছিলেন শিক্ষক, বলেছিলেন, ‘মিজানুর তোমায় অফিসার হতে হবে’…তারপরের কাহিনী চমকে দেবে

এই প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি 15 হাজার টাকা দেওয়া হচ্ছে নতুন সেলাই মেশিন কেনার জন্য। জানা গেছে চলতি আর্থিক বছরে প্রায় পঞ্চাশ হাজার মহিলাকে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পে প্রশিক্ষণ নেওয়ার জন্য অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

আরোও পড়ুন : কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াতে চান সন্তানকে? কত হবে খরচ? জেনে নিন সম্পূর্ণ ফিস স্ট্রাকচার

আগ্রহীদের ভিজিট করতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন আবেদনপত্র রয়েছে। সেলাই সংক্রান্ত নির্দিষ্ট আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মহিলাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে। এছাড়াও আবেদনকারীর মাসিক পারিবারিক আয় 12 হাজার টাকার কম হতে হবে।

modi money

কোন কোন নথি প্রয়োজন হবে: আধার কার্ড

বার্থ সার্টিফিকেট

ইনকাম সার্টিফিকেট

মোবাইল নম্বর

প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)

বিধবা সার্টিফিকেট (যদি থাকে)

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর