টেলিকম পরিষেবায় আসছে নতুন আইন! এবার Jio-Airtel নিয়ন্ত্রণ কররবে সরকার

বাংলা হান্ট ডেস্ক: এবার থেকে দেশের সমস্ত টেলিকম কোম্পানি (Telecom Company) গুলিকেই নিয়ন্ত্রণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Goverment)। জানা যাচ্ছে সম্প্রতি এমনই এক নতুন নিয়ম লাঘু হতে চলেছে। এই নতুন টেলিকম অ্যাক্টে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে আপৎকালীন পরিস্থিতিতে জিও-এয়ারটেলের (Jio-Airtel) মতো সমস্ত টেলি কমিউনিকেশন সার্ভিসকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে।

জানা গেছে আগামী ২৬ জুন থেকে এই নতুন টেলি কমিউনিকেশন অ্যাক্ট ২০২৩ চালু করা হচ্ছে। এরপরে এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সরকার। আংশিকভাবে কেন্দ্রীয় সরকার শুক্রবার এই টেলিকমিউনিকেশন অ্যাক্ট কার্যকরী করেছে। গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ২৬শে জুন এই আইনের ১,২,১০ থেকে ৩০, ৪২-৪৪, ৪৬,৪৭,৫০-৫৮, ৬১ ও ৬২ নম্বর ধারা কার্যকরী করবে।

   

এই নতুন টেলিকম আইনের মূল লক্ষ্য দেশজুড়ে গ্রাহকদের, সুরক্ষা সুনিশ্চিত করা। পাশাপাশি এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে দেশজুড়ে পাবলিক অর্ডার ও অপরাধ কমানোর জন্য সরকার প্রয়োজনে যে কোনও টেলিকম সার্ভিসকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারে।

আরও পড়ুন: আর সহজেই মিলবে না লোয়ার সিট! সংরক্ষিত থাকবে শুধু এদের জন্য, রেলের টিকিট বুকিংয়ে নয়া নিয়ম

এই টেলিকম আইন অনুযায়ী এবার থেকে কোনও টেলিকম কোম্পানি যদি টেলি কমিউনিকেশন নেটওয়ার্ক চালু করতে চায় তাহলে তাকে সরকার অনুমোদিত হতে হবে। আগামী দিনে এই আইন চালু হলে ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডকে ডিজিটাল ভারত নিধি বলে উল্লেখ করা হবে।

Jio Airtel

এই অর্থ গবেষণা করার পাশাপাশি  বিভিন্ন পাইলট প্রজেক্ট কার্যকরীর ক্ষেত্রে ভূমিকা নেবে। প্রসঙ্গত টেলিকম কোম্পানির এই নতুন অ্যাক্ট চালু হওয়ার আগে ইতিপূর্বে ইন্ডিয়ান টেলিগ্রাম অ্যাক্ট ১৮৮৫ ও ওয়ারলেস টেলিগ্রাফি অ্যাক্ট ১৯৩৩ চালু ছিল। তবে এবার চালু হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যাক্ট ২০২৩।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর