কম সময়, মোটা লাভ! কেন্দ্রের এই স্কিমেই কপাল খুলবে আপনার! জানেন, কিভাবে আবেদন করবেন?

বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের (Central Government of India) একাধিক সঞ্চয় প্রকল্প রয়েছে। সেই সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে মহিলাদের জন্য রয়েছে একটি বিশেষ প্ল্যান। মহিলা সম্মান সঞ্চয়পত্র বা Mahila Samman Saving Certificate (MSSC) কম সময়ে বেশি লাভ দিতে পারে আপনাকে।

কেন্দ্রীয় সরকারের (Central Government of India) সঞ্চয় প্রকল্প

এই প্রকল্পে বিনিয়োগ করলে মাত্র ২ বছরেই দেখবেন মোটা লাভের মুখ। তার সাথে থাকবে ব্যাপক কর ছাড়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন ২০২৩-২৪ সালের বাজেট বক্তৃতায় জানান মহিলা সম্মান সঞ্চয়পত্র সম্পর্কে। নির্দিষ্ট হারে সুদ মেলে এই প্রকল্পে। কেন্দ্রীয় সরকারের (Central Government of India) এই প্রকল্পটির বৈধতা ২৪ মাস।

Central Government of India

১০ বছর বয়সের অধিক যেকোনো মহিলা এই প্রকল্পে যোগদান করতে পারেন। সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। এই প্রকল্পে টাকা জমা রাখলে বার্ষিক ৭.৫% হারে শতাংশ হারে মিলবে সুদ। সরকারি ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য সরকারি ছোট প্রকল্পের তুলনায় অপেক্ষাকৃত সুদ বেশি মহিলা সম্মান সঞ্চয়পত্রে।

আরোও পড়ুন : শামিকে নিয়ে এখনও রয়েছে চিন্তা! ফের কবে নামবেন মাঠে? রাখঢাক না রেখে জানালেন রোহিত

২ বছর মেয়াদের এই প্রকল্পে পাওয়া যায় কর ছাড়ের সুবিধা। এছাড়াও এই প্রকল্পে আংশিক টাকা তোলার অনুমতিও রয়েছে। তবে যখন অ্যাকাউন্ট ম্যাচিওর করার আগে বন্ধ করা হবে তখন সুদ মিলবে ত্রৈমাসিক ভিত্তিতে। ২ বছর মেয়াদে যদি ২ লক্ষ টাকা এই প্রকল্পে বিনিয়োগ করা হয় তাহলে সুদসহ পেয়ে যাবেন ২ লাখ ৩২ হাজার ৪৪ টাকা।

Lakshmir Bhandar

২ বছরের মেয়াদ পূর্তির আগেও বন্ধ করা যায় মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্টটি। অ্যাকাউন্ট খোলার ছয় মাস আগে যদি এই অ্যাকাউন্ট বন্ধ করা হয় তাহলে ৫.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হয়। অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে বা প্রাণঘাতী রোগে আক্রান্ত হলেও মেয়াদ পূর্তির আগেই বন্ধ করা যায় এই অ্যাকাউন্ট।

আরোও পড়ুন : প্রতিশ্রুতি দিয়েও কথা রাখল না বাংলাদেশ! ২৪ লক্ষ কেজির পরিবর্তে ভারতে এল মাত্র ৫.৫ লক্ষ কেজি ইলিশ

স্থায়ী অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি এবং আধার কার্ড জমা দিতে হবে অ্যাকাউন্ট খোলার সময়। নিকটবর্তী ব্যাঙ্ক বা পোস্ট অফিসে আবেদনপত্র পূরণ করে কেন্দ্রীয় সরকারের (Central Government of India) এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর