চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার এই কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ, এইভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : ভারতে চাকরিপ্রার্থীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনিও যদি উচ্চ বেতনের চাকরির সন্ধানে থাকেন তাহলে আপনার জন্যই আজকের প্রতিবেদনে রয়েছে বড় সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি

একাধিক পদে কর্মী নিয়োগের (Recruitment) উদ্দেশ্যে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) অফিসিয়াল ওয়েবসাইটে। কোন কোন পদে হবে এই নিয়োগ, মোট শূন্য পদের সংখ্যা কত, আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কী প্রয়োজন, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

নিয়োগকারী সংস্থা : ভারত ইলেকট্রনিক্স লিমিটেড।

মোট শূন্য পদের সংখ্যা : বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার মোট ৩২টি শূন্য পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : এবার বাতিল হবে খোদ মুখ্যমন্ত্রীর পাসপোর্ট? যা দাবি তুললেন শুভেন্দু… তোলপাড় রাজ্য

পদের নাম : ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি, টেকনিশিয়ান সি এবং জুনিয়র অ্যাসিস্যটান্ট পদে এই নিয়োগ করতে চলেছে সংস্থা।

শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে আবেদনের জন্য প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। নূন্যতম দশম শ্রেণি উত্তীর্ণের পাশাপাশি তিন বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্সের শংসাপত্র থাকলে আবেদন করা যাবে টেকনিশিয়ান সি পদে। জুনিয়র অ্যাসিস্যটান্ট পদে আবেদনের জন্য ব্যাচেলর অফ কমার্স/ ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি থাকা বাধ্যতামূলক। যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত জানতে ভিজিট করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

বয়স সীমা : উল্লেখিত পদগুলিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

Central government organization recruitment.

আবেদন পদ্ধতি : সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে ভিজিট করতে হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ওয়েবসাইটে। হোমপেজ থেকে যেতে হবে নির্দিষ্ট বিজ্ঞপ্তিতে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে প্রার্থীকে।

আবেদনের শেষ তারিখ : ৯ এপ্রিল, ২০২৫।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X