বাংলাহান্ট ডেস্ক : শুরু হতে চলেছে প্যান ২.০ প্রকল্প। সময়ের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক হতে চলেছে প্যান কার্ড (PAN Card)। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কিউআর যুক্ত করা হবে প্যান কার্ডে। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন নতুন প্যান কার্ডে (Permanent Account Numbers) আর কী কী সুবিধা থাকতে চলেছে।
কেন্দ্রীয় সরকারের (Central Government) দুর্দান্ত প্ল্যান
প্রায় ১৪৩৪ কোটি টাকা কেন্দ্রীয় সরকার (Central Government) বরাদ্দ করেছে প্যান ২.০ প্রকল্পের জন্য। একটি বিবৃতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করদাতাদের আর্থিক লেনদেন আরো স্বচ্ছ ও সহজ হবে প্যান কার্ডে কিউআর কোড থাকলে। তার সাথে উন্নত হবে পরিষেবার মান। আরো সুরক্ষিত হবে ব্যক্তিগত তথ্য। এই পদ্ধতি চালু হলে অনেকটাই কমবে আর্থিক জালিয়াতির সংখ্যা।
আরোও পড়ুন : বিনা টিকিটে ট্রেন সফর! এমনটা আবার হয় নাকি? অবিশ্বাস্য মনে হলেও ভারতেই আছে এই সুযোগ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যন্ডলে লিখেছেন, “প্যান ২.০ প্রকল্পের মাধ্যমে আয়করদাতাদের অনেক সুবিধা হবে। তাঁরা নতুন প্রযুক্তির সাহায্যে স্বচ্ছ, সহজ এবং উন্নত পরিষেবা পাবেন।” কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির এই প্যান কার্ড নিয়ে যথেষ্ট আশাবাদী। তারা মনে করছে করদাতাদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের সুরক্ষার বিষয়টি আরো মজবুত হবে নতুন এই প্যান কার্ডের মাধ্যমে।
কেন্দ্রীয় সরকার (Central Government) এই প্রকল্পটি বাস্তবায়িত করতে মোটা অংকের টাকা বরাদ্দও করেছে। তবে কীভাবে এই প্রকল্পের কাজ শুরু হবে সেই সংক্রান্ত বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। এমনকি নতুন এই প্রকল্পের কাজ কবে থেকে শুরু হতে চলেছে সেই ব্যাপারেও কিছু জানানো হয়নি। তবে আর্থিক জালিয়াতি রুখতে কেন্দ্রীয় সরকার যে বদ্ধপরিকর সেটা পরিষ্কার।