দুর্নীতির অভিযোগ খারিজ? রাজ্যকে দারুণ মার্কস দিয়ে নতুন তকমা দিল কেন্দ্র 

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের (West Bengal) বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে বিগত কয়েক বছর ধরে একাধিক সরকারি প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তালিকায় রয়েছে ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা, স্বাস্থ্য মিশনের বরাদ্দ, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাসহ শিক্ষা মিশনের টাকা।

রাজ্যকে (West Bengal) দারুণ মার্কস দিয়ে নতুন তকমা দিল কেন্দ্র

কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য যতবারই বঞ্চনার অভিযোগ তুলেছে ততবারই রাজ্যের (West Bengal) নামে অনিয়ম এবং দুর্নীতির তকমা সেঁটে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। বঙ্গ বিজেপি নেতারাও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বহুবার। কিন্তু এবার খোদ কেন্দ্রীয় সরকারের  সেই অভিযোগ কার্যত নস্যাৎ যত করে দিল কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক।

সম্প্রতি একাধিক রাজ্যের (West Bengal) পঞ্চায়েতের কাজ কর্মের উপর একটি মূল্যায়নের রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রক। তারপরেই কেন্দ্রের রিপোর্ট থেকে বাংলার নামের পাশে জুড়েছে নতুন তকমা। দেশজুড়ে কোন রাজ্য কি ধরনের কাজ করছে তার ওপর এই মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দারুণ মার্কস দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মঞ্চক। একইসাথে এবার নতুন তকমা পেল বাংলা।

জানা যাচ্ছে,মূল্যায়নের নিরিখে বাংলা এবার ‘হাই পারফর্মিং স্টেট’ অর্থাৎ উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন রাজ্যের তালিকায় জায়গা পেল। সুতরাং বাংলার কাজ যে সঠিক পথে এগিয়েছে এবং বাংলা সফল হয়েছে কেন্দ্রের এই রিপোর্ট থেকেই তা এবার প্রমাণিত। তাই পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বাংলার কাজকর্মে সন্তুষ্ট মূল্যায়নকারী টিম। আর এই মূল্যায়নের মধ্য দিয়েই একের পর এক বিজেপি শাসিত রাজ্যকে টপকে এগিয়ে বাংলা। জানা যাচ্ছে, কেন্দ্রের এই মূল্যায়ন হয়েছিল ১০০ নম্বরের মধ্যে। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে মোট ৫৬.৫২ নম্বর।

আরও পড়ুন: চওড়া হল কৃষকদের মুখের হাসি! ৩৫১ কোটি টাকা দিল নবান্ন

প্রসঙ্গত এই গ্রামীণ কাজকর্মের ক্ষেত্রে মোট ৬টি বিষয়ের ওপর নির্ভর করে রাজ্যগুলির মূল্যায়ন করা হয়েছে। এই ৬টি বিষয় হল—পঞ্চায়েতগুলি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, নিয়মিত অডিট করা হচ্ছে কিনা, টাকা খরচের বিষয়ে স্বচ্ছতা আছে কিনা, শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে  কিনা, এসসি, এসটি এবং নারী সংরক্ষণের নিয়মগুলি মানা হচ্ছে কিনা।

government of west bengal

উপরোক্ত বিষয়গুলির উপরই মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও আর্থিক বিষয়ের উপর মূল্যায়ন আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা বণ্টন এবং সেই টাকা কোথায় কীভাবে খরচ করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য সংগ্রহের পাশাপাশি খোঁজখবর করা হয়েছে। এমনকী পঞ্চায়েতগুলি নিজস্ব আয় বাড়াতে কতটা কাজ করেছে নজর ছিল সেদিকেও। এইভাবে সমস্ত দিক বিচার করেই বাংলাকে ‘হাই পারফর্মিং স্টেট’-এর তকমা দেওয়া হয়েছে। যা নিঃসন্দেহে  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় পাওনা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X