হলদিয়া ও কলকাতা বন্দরের আধুনিকীকরণের লক্ষ্যে বড় পদক্ষেপ কেন্দ্রের! সামনে এল পরিকল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গত কেন্দ্রীয় বাজেটে গোটা দেশে ছড়িয়ে থাকা একাধিক বন্দরের পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বিশেষ তহবিল গঠনের ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জাহাজ শিল্প ও আনুষঙ্গিক শিল্পের উন্নয়নে আগামী পাঁচটি অর্থবর্ষের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। ‘মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড’-এর আওতায় দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক বন্দরে চলবে পরিকাঠামো উন্নয়নের কাজ।

কেন্দ্রের (Central Government) বন্দর সংক্রান্ত বিষয়ে রাজ্য বিজেপির পোস্ট

এবার বাংলার দুই বন্দর কলকাতা ও হলদিয়াকে ঘিরে মোদি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরল রাজ্য বিজেপি। ফেসবুক ও এক্স হ্যান্ডেলে নিজেদের অফিসিয়াল পেজে রাজ্য বিজেপি দাবি করেছে, আগামী দিনে কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিকীকরণে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করতে চলেছে মোদি সরকার। রাজ্য সরকারের স্থানীয় ‘বাধা’ সত্বেও, আগামী দিনে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের দুই বন্দরের উন্নয়নের যে বিশেষ উদ্যোগী সেকথাও ফুটে উঠেছে এই সোশ্যাল মিডিয়া পোস্টে।

আরও পড়ুন : ৫ বিঘার বেশি WAQF জমি জবরদখলের অভিযোগ ফিরহাদের বিরুদ্ধে! রিপোর্টে আসতেই মুখ খুললেন পুরমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ২০৪০ সালের মধ্যে PPT মডেলে হলদিয়া বন্দরের (Haldia Port) সম্প্রসারণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। পাশাপশি ২০৩২-৩৩ সালের মধ্যে কেন্দ্রের উদ্যোগে কলকাতা বন্দরের (Kolkata Port) আউটার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেছে বিজেপি (Bharatiya Janata Party)। একই সাথে এই পোস্টে রাজ্য বিজেপির আরও দাবি, নেতাজি সুভাষ ডকে ৭ ও ৮ নম্বর বার্থ আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুন : সুপ্রিম-রায়ে বাতিল হয়েছে চাকরি! অবশেষে সাময়িক স্বস্তি পেলেন শিক্ষকরা

অন্যদিকে, ২০২৫ সালের আগস্ট মাসের মধ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শালুকখালি তরল পণ্য জেটি নির্মাণের পরিকল্পনার কথাও এদিন জানায় বঙ্গ বিজেপি ব্রিগেড। গত কেন্দ্রীয় বাজেটে  ‘মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড’-এর আওতায় বাংলার বন্দরগুলির প্রতি কেন্দ্রের ‘বিমাতৃসুলভ’ আচরণের অভিযোগ তোলে রাজ্যের শাসকদল তৃণমূল। রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, কলকাতা ও হলদিয়া বন্দরের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা নগণ্য। পাশাপাশি তাজপুর-সহ পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বন্দরগুলি নিয়ে কেন্দ্রীয় বাজেটে কোনও উল্লেখ নেই বলেও অভিযোগ তোলে ঘাসফুল শিবির।

তবে আশা প্রকাশ করে হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি জানিয়েছিলেন, “যে ‘মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড’ গঠন হয়েছে, সেটি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের উন্নয়নে সহযোগিতা করবে। সবে তহবিল গঠন করা হয়েছে। আশা করি, আগামী দিনে বড় প্রকল্প বন্দরে আসবে।” যদিও তমলুকের তৃণমূল নেতা শিবনাথ সরকার অভিযোগ তোলেন, “বঙ্গে বিজেপির এত বিধায়ক, সাংসদ থাকলেও রাজ্যের একমাত্র বন্দরের যা জুটেছে, তা দূরবীনেও দেখা যাবে না।’’ সেই সময় বিএমএস-এর রাজ্য সভাপতি প্রদীপকুমার বিজলি অবশ্য জানান, “অন্য বন্দরের সঙ্গেই হলদিয়ার পরিকাঠামো উন্নয়ন হবে।”

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X