বাংলায় Mid Day Meal নিয়ে প্রশংসা কেন্দ্রের, মিললো ২০০০ কোটির অনুদান! খুশিতে টুইট ব্রাত্যর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি রাজ্যের মিডডে মিল (Mid Day Meal) নিয়ে দেদার দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। বাংলায় শুধু স্কুলের খাবার খাতেই ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল জয়েন্ট রিভিউ কমিশন। বরাদ্দ অর্থ থেকে শুরু করে খাবারের গুনগত মান নিয়েও ভুরিভুরি অভিযোগ করা হয়েছিল। তবে এবার কেন্দ্রেরই আরেক সংস্থা পিএম পোষণ বিভাগ নাকি মিডডে মিল নিয়ে রাজ্যের (West Bengal) প্রশংসায় পঞ্চমুখ।

সোমবার এক টুইট (Tweet) করে ঠিক এ কথাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। টুইটে ব্রাত্য লেখেন, ‘রাজ্যগুলোর মিড-ডে মিল নিয়ে একটি বৈঠকে কেন্দ্রীয় পিএম পোষণ বিভাগ রাজ্যের মিড-ডে মিলের প্রশংসা করেছে। শুধু তা-ই নয়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মিড-ডে মিলের জন্য ২০০০ কোটি টাকা অনুমোদনও করেছে। কিছু দিন আগে জয়েন্ট রিভিউ কমিশন রাজ্যের মিড-ডে মিল নিয়ে যে-রিপোর্ট দিয়েছিল, সেটা পুরোপুরি রাজনৈতিক ফায়দা তোলার জন্য। রিভিউ কমিশনের রিপোর্ট ছিল পুরো ভিত্তিহীন।’

পাশাপাশি শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ পিএম প্রকল্পের বোর্ড সচিবের সভাপতিত্বে এক অনুষ্ঠান হয়। সেখানে আমাদের স্কুল শিক্ষা বিভাগের অধীনে মিডডে মিল দফতর, একটি বিস্তারিত আলোচনা করে প্রেজেন্টেশন জমা করেছে। এই প্রকল্পের অধীনে নেওয়া বিভিন্ন রাজ্যের উদ্যোগের প্রশংসা করেছে কেন্দ্র এবং এই প্রকল্প অনুমোদন বোর্ড ২৩-২৪ অর্থবর্ষে ২০০০ কোটি টাকা অনুমোদন করেছে।’

তবে বৈঠকে পশ্চিমবঙ্গের মিড-ডে মিল নিয়ে কেন্দ্রের প্রশংসার কথা উঠলেও কেন্দ্রীয় শিক্ষা দফতরের একাংশের দাবি, মিড-ডে মিলের এই প্রশংসায় একজোটে বিভিন্ন রাজ্যের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের কথা পৃথক ভাবে উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র, এমন অভিযোগ তুলে বারংবার সরব হয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আকসার মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। এই আবহে মিডডে মিল প্রকল্পে ২০০০ কোটির অনুদান খুবই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের একাংশের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X