জমির জন্য এবার ভূ-আধার, শহুরে জমির রেকর্ডে ডিজিটাইজেশনও, কেন্দ্রের বিরাট ঘোষণা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের আমলে প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে জানানো হয়েছে গ্রামীণ এলাকায় জমির জন্য (Land) একটি নির্দিষ্ট পরিচিত নম্বর অর্থাৎ ভূ আধার (Bhu-Aadhaar) নম্বর করা হবে। পাশাপাশি শহরাঞ্চলে সমস্ত জমি সংক্রান্ত বিষয়কে ডিডিটাল করার কথা বলা হয়েছে।

এবার জমির জন্য Bhu-Aadhaar

শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চল উভয় ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে এই জমি সংক্রান্ত সংস্কার নিয়ে কাজ করবে বলে বাজেটে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন আগামী তিনবছরের মধ্যে এই সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

নিজের বক্তব্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ইউনিক ল্যান্ড পার্সেল আইডেনটিফিকেশন নম্বর (ULPIN) অথবা ভূ-আধার সমস্ত জমির ক্ষেত্রে সংযুক্ত করা হবে গ্রামীণ এলাকায় ক্ষেত্রে। পাশাপাশি সমস্ত জমি সংক্রান্ত ম্যাপ সংক্রান্ত নথি এবার থেকে ডিজিটালি রূপান্তর করা হবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি কৃষকদের সুবিধার্থে সংশ্লিষ্ট জমির মালিক সহ ল্যান্ড রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়গুলিকে আরও স্বচ্ছ করা হবে। ফলত কৃষকদের ঋণ পাওয়া থেকে একাধিক বিষয়ে বিশেষ সুবিধা হবে। পাশাপাশি অর্থমন্ত্রী জানিয়েছেন ২০২৭ সালের মধ্যে শহুরে জমির রেকর্ডের ডিজিটাইজেশন করা হবে৷ শহরাঞ্চলে এই পরিকল্পনা বাস্তবায়িত করতে অর্থনৈতিক সাহায্যও করা হবে।

65b8964af31ea budget 2024 what pharma healthcare sectors expect from nirmala sitharaman 302513271 16x9

আরও পড়ুন: ১২% সুদ সহ ফেরাতে হবে বেতন! মাথায় বাজ ‘ভুয়ো’ শিক্ষকদের, রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের

এই পক্রিয়ার মাধ্যমে শহর ও শহরাঞ্চলে জমি লেনদেনে জালিয়াতি রোধ করার পাশাপাশি সম্পত্তি কর সংগ্রহতে সহায়তা করবে। পরিকল্পনা অনুযায়ী, শহরাঞ্চলে জিআইএস ম্যাপিংয়ের মাধ্যমে জমির রেকর্ড ডিজিটাল করা হবে। আইটি ভিত্তিক ব্যবস্থা করা হবে। কার কতটা জমি কোথায় রয়েছে, সেই সমস্ত বিষয়কে আপডেট করার পাশাপাশি কর সংক্রান্ত বিষয়গুলিকে স্বচ্ছ রাখার বিষয়ে বলা হয়েছে। এই বিষয়গুলি পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রের এই নয়া পদক্ষেপে নয়া জমি সংক্রান্ত কারচুপি রোধ করা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর