নয়া নিয়ম কেন্দ্রের! বদল আসছে কলকাতার এইসব গাড়িতে! দেখুন, রেজিস্ট্রেশনের জন্য খরচ কত হবে

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা মানে ঐতিহ্য ও আধুনিকতার এক অবর্ণনীয় মিশেল। এবার কলকাতার ভিন্টেজ গাড়িগুলি পেতে চলেছে নতুন পরিচিতি। কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের নয়া নিয়মকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার নিতে চলেছে বিশেষ উদ্যোগ। কেন্দ্রের (Central Government) নতুন নিয়ম অনুযায়ী, নতুন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে ভিন্টেজ গাড়িগুলিকে।

ভিন্টেজ গাড়ির ক্ষেত্রে কেন্দ্রের (Central Government) নয়া নিয়ম

তার সাথে থাকতে চলেছে ‘VA’ সিরিজের নতুন নম্বর প্লেট। এমনকি গাড়ির আভিজাত্য বজায় রাখার জন্য নম্বর প্লেটের ডিজাইনেও আসছে বদল। কেন্দ্রীয় সড়ক মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, যে গাড়িগুলির বয়স ৫০ বছরের বেশি সেগুলিকেই ভিন্টেজ বলে বিবেচিত করা হবে। কেন্দ্রের নতুন নিয়মে বলা হয়েছে, গাড়িগুলির প্রথম রেজিস্ট্রেশনের দিন থেকে ৫০ বছর অতিক্রম হয়ে গেলেই সেগুলি ভিন্টেজ কারের (Vintage Car) মর্যাদা পাবে।

Central Government

এছাড়াও নতুন নিয়মে বলা হয়েছে, ‘ভিন্টেজ কার’-র তকমা পাওয়ার জন্য পূরণ করতে হবে আরো বেশ কিছু শর্ত। বাণিজ্যিক কাজে এই গাড়িগুলিকে ব্যবহার করা যাবে না। গাড়িগুলি ব্যবহার করতে হবে শুধুমাত্র ব্যক্তিগত কাজে। এছাড়াও বড় ধরনের পরিবর্তন আনা যাবে না গাড়িতে। ইঞ্জিন, চেসিসের মতো বড় কিছু পরিবর্তন করলে গাড়িটি ভিন্টেজ তকমা থেকে বঞ্চিত হবে।

আরোও পড়ুন : কাপুর পরিবারের ‘অচল পয়সা’, কোনোদিন পাননি লিড রোল, কেউ মনেই রাখেননি এই অভিনেতাকে

কেন্দ্রের (Central Government) নতুন নিয়মে বলা হচ্ছে, এই গাড়িগুলির যে আসল রেজিস্ট্রেশন নম্বর ছিল সেগুলি রাখা যাবে। নতুন নিয়মে গাড়ির নম্বর প্লেটগুলি হবে –  ‘XX VA YY 9999’ ধাঁচে। নম্বর প্লেটে XX বহন করবে রাজ্যের কোড। VA মানে হচ্ছে ভিন্টেজ। YY-এর মাধ্যমে আঞ্চলিক পরিবহণ অফিসের দুই অক্ষরের সিরিজকে বোঝানো হচ্ছে এখানে।

Vintage Car

নতুন করে রেজিস্ট্রেশনের (Registration) জন্য গাড়ির কর্ণধারকে পূরণ করতে হবে ফর্ম ২০। তার সাথে প্রয়োজন হবে ইনসিওরেন্স পলিসি ও আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট। নতুন রেজিস্ট্রেশনের জন্য খরচ পড়বে ২০ হাজার টাকা। আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকলে নতুন সিরিজের নম্বর প্লেটের জন্য খরচ পড়বে ৫ হাজার টাকা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর