বাড়ছে অবসরের বয়স? অবশেষে স্পষ্ট করল কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি দেশের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। গত নভেম্বর মাসে তিনি অবসর গ্রহণের পর সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না। এই আবহে এবার সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে বড় বার্তা দিল কেন্দ্র (Central Government)। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল নিজে এই বিষয়ে মুখ খুলেছেন।

  • বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে কী বলল কেন্দ্র (Central Government)?

সম্প্রতি রাজ্যসভায় বিচারপতিদের অবসর (Chief Justice Retirement) সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তোলেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেন, প্রয়াত অরুণ জেটলি নিজে বলেছিলেন, অবসর গ্রহণের নতুন পদে আসীন হওয়ার বাসনা অবসর গ্রহণের আগে তাঁদের রায়কে প্রভাবিত করে। এরপরেই মোদী সরকারকে নিশানা করেন তিনি।

রাঘব দাবি করেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাউকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করা হচ্ছে, কাউকে আবার নানান সংস্থার শীর্ষপদে আসীন করছে মোদী সরকার (Modi Government)। বিচারপতিরা অবসর নেওয়ার পর কেন সময়ের ব্যবধান রাখা হচ্ছে না? প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে আম আদমি পার্টির সাংসদ জানতে চান, বিচারপতিদের অবসরের বয়স কিংবা পেনশন কেন বৃদ্ধি করা হচ্ছে না?

আরও পড়ুনঃ ১০০০ অতীত, এবার মিলবে ১৮০০ টাকা! নববর্ষের আগেই বিরাট ঘোষণা মমতার

এর প্রেক্ষিতেই কেন্দ্রীয় আইনমন্ত্রী স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট (Supreme Court) এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধির কোনও প্রস্তাব নেই। একইসঙ্গে বলেন, অবসরপ্রাপ্ত বিচারপতিদের ‘কুলিং অফ পিরিয়ড’ তথা অবসর গ্রহণের পর কিছু সময়ের ব্যবধানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কোনও পদে নিয়োগের কথাও সংবিধানে বলা নেই।

Central Government on Chief Justice retirement age

কেন্দ্রীয় আইনমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করার জন্যই আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা এই সকল প্রশ্ন তুলছেন (Central Government)। সরকারের নানান সংস্থা, ট্রাইব্যুনালের শূন্য পদে অবসরপ্রাপ্ত জাস্টিসদের নিয়োগ করতেই হবে বলে জানান তিনি। একইসঙ্গে স্পষ্ট বলেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বৃদ্ধির কোনও প্রস্তাবও নেই।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর